ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

প্রফেসর ড. আমিনুল ইসলাম

পঞ্চম শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়ে উঠবে নওগাঁ বিশ্ববিদ্যালয়

সংগৃহীত,পঞ্চম শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়ে উঠবে নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ প্রতিনিধি : পঞ্চম শিল্পবিপ্লবের উপযোগী এআইও রোবটিক যুগের উপযোগী মানবসম্পদ গড়ে উঠবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। 

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম আব্দুল আওয়াল, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার সাফিউল সারোয়ার, টিএমএসএস’র প্রতিষ্ঠাতা প্রফেসর ড. হোসনে আরা প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম আব্দুল আওয়াল আক্ষেপ করে বলেন, অষ্টম শতাব্দীতে নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় ছিল। কিন্তু আধুনিক যুগে এসেও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়নি বিষয়টি খুবই দুঃখজনক। নওগাঁর ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনা করলে আজ থেকে এক হাজার বছর আগে নওগাঁ বিশ্ববিদ্যালয় চালু করা উচিত ছিল। তিনি অতিসত্ত্বর নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম চালু করার দাবি জানান এবং ভবিষ্যতে যে বিষয়গুলো বিশ্ববাজারে চাহিদা রয়েছে সে বিষয়গুলো চালুর সুপারিশ করেন। 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী বলেন, আজ আমরা ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি কিন্তু অনুষ্ঠানে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী নেই যা খুবই দুঃখজনক। আগামী প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও অনুষ্ঠানে নওগাঁর সিনিয়সর সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার ১২জন বক্তব্য রাখেন এবং প্রত্যেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমির কার্যক্রম চালু করার জোর দাবি জানান। এর আগে ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর সকল প্রস্তুতি সম্পূর্ণ হওয়া সত্ত্বেও একাডেমি কার্যক্রম পরিচালনার অনুমতি পায়নি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহকারী শিক্ষক নিয়োগ দিবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

  আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে বাংলাদেশের ভারত সফর

সারা দেশে যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮৩

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 

স্ত্রীকে ফোনে হোল্ড রেখে ‘বিদায়’ বলে ট্রেনের নিচে ঝাঁপ