ভিডিও শনিবার, ০১ মার্চ ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে আহত ২০ শিক্ষার্থী 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে আহত ২০ শিক্ষার্থী, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার পথে বাস উল্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান দিকে উল্টে যায় বাসটি। এসময় বাসে আনুমানিক ৪০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়। দুর্ঘটনায় ২০ জন শিক্ষার্থী আহত হন। তার মধ্যে ১২ জন ইবি মেডিক্যালে এবং বাকি ৮ জন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, বাসে ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী ছিল এবং বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ক্যাম্পাসে আসার সময় চালকও ঘুম ঘুম ভাব নিয়ে বাসটি চালাচ্ছিলেন। বাসটি বিত্তিপাড়ার দুর্ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ করেই বাসের একজন ‘মামা’ বলে চিৎকার করে ওঠেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দেখতে পান বাসটি রাস্তার বাঁ দিকে থেকে ডান দিকে গিয়ে গড়িয়ে ধান ক্ষেতের মধ্যে উল্টে যাচ্ছে। তবে বাসের গতি তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। পরে আহত শিক্ষার্থীদের দেখতে ও শারীরিক খোঁজখবর নিতে মেডিক্যালে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এসময় তারা আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন।

আরও পড়ুন

ইবি মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা মেডিক্যাল টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে ১২ শিক্ষার্থীকে মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা ছিল একটু গুরুতর। একজনের মাথায় আঘাত, আরেকজনের কানে আঘাত এবং দুজনের পায়ের আঘাত ছিল। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স-রে সাজেশন দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে আরও কোন চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে আমরা দেবো।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট : আরও ৬১৮ জন গ্রেফতার

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে দুই মাসেও ভেঙে পড়া স্লাব সংস্কার হয়নি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৩০টি ভারতীয় ফোন জব্দ

বগুড়ার কাহালুর পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রামের দারিদ্র বিমোচনে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি