ভিডিও শনিবার, ০১ মার্চ ২০২৫

টাঙ্গাইলে পিকনিকের ৪ বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

টাঙ্গাইলে পিকনিকের ৪ বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

টাঙ্গাইলের ঘাটাইলের ফুলমালির চালা এলাকায় পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনব্যাপী ঘাটাইলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আব্দুল আলেকের ছেলে মো. আয়নাল হক (৩৭), মো. মিন্নত আলীর ছেলে মো. ফজলু (৪১), মৃত বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) ও আরফান আলীর ছেলে নাসির (৩৫)। তাদের সকলের বাড়ি সাগরদীঘি ও আশে পাশের এলাকায়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাতে মামলার পর আসামীদের গ্রেপ্তারের অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তারকৃত চার জনের কাছ থেকে ১০ টি মোবাইল ফোন, তিনটি টর্চ লাইট, দুটি স্বর্ণের আংটি, হাতুরি, প্লায়ার্সসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্কুলের শিক্ষক ও পুলিশ জানায়, মঙ্গলবার শেষ রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় থেকে চারটি বাস নিয়ে নাটোর একটি পিকনিক স্পটের দিকে রওনা করেন। প্রায় ২০ জন শিক্ষক কর্মচারি, প্রায় ৪০ জন অভিভাবকসহ ১৮০ জন শিক্ষার্থীদের বহনকৃত বাস গুলো ঘাটাইল-সাগরদীঘি সড়কের ফুলমালির চালা এলাকায় পৌঁছলে সড়কের মাঝে গাছে গুড়ি ফেলে দেশীয় অস্ত্র নিয়ে বাসে উঠে ডাকাতি শুরু করে ১০/১২ জন ডাকাত।

ডাকাতরা পেছনের গাড়ি থেকে তাদের মালামাল লুট করা শুরু করে। ডাকাতরা নগদ টাকা নিয়ে গেছে দেড় লাখ, স্বর্ণ দেড় ভরি ও ১০ টা স্মার্টফোন। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)। ৯৯৯ ফোন করার পর পুলিশ আসলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট : আরও ৬১৮ জন গ্রেফতার

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে দুই মাসেও ভেঙে পড়া স্লাব সংস্কার হয়নি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৩০টি ভারতীয় ফোন জব্দ

বগুড়ার কাহালুর পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রামের দারিদ্র বিমোচনে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি