ভিডিও শনিবার, ০১ মার্চ ২০২৫

বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৪

সংগৃহীত,বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এই হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহী গোষ্ঠীর বরাতে এ খবর জানিয়েছে দ্য ইরাবতী।

প্রতিবেদন মতে, ম্যাগওয়ে অঞ্চলের তেল সমৃদ্ধ মিয়াইং টাউনশিপের সোন কোন গ্রামে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই বিমান হামলা চালানো হয়। সোন কোন গ্রামের একটি বৌদ্ধ মঠে বিয়ের অনুষ্ঠান চলাকালে যুদ্ধবিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের দুটি বোমা ফেলা হয়।

এতে মঠটি পুরোপুরি বিধ্বস্ত হয়। বিদ্রোহী গোষ্ঠী মিয়ায়িং পিপলস ডিফেন্স টিমের এক সদস্য জানান, ‘লোকজন বিয়ের রান্না করছিল। এমন সময় বোমা ফেলা হয়। এতে অনেকেই হতাহত হয়। বেশ কয়েকটি অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে।
 
 স্থানীয় গণমাধ্যমে এ হামলার ছবি প্রকাশিতে হয়েছে। তাতে ধ্বংসপ্রাপ্ত মঠের চিত্র দেখা গেছে। এই হামলায় স্থানীয় বাসিন্দা ও বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা আক্রান্ত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। জান্তা বাহিনীর এই হামলা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে।
 
এর আগে গত ২০ ফেব্রুয়ারি জান্তা বাহিনী একটি এমআই-৩৫ হেলিকপ্টার ব্যবহার করে মিয়াইংয়ের পাকোক্কু জেলায় পিডিএফ ব্যাটালিয়ন-১৫ এর একটি ঘাঁটিতে দুইবার বোমা হামলা চালায়।
 

আরও পড়ুন

এর আগে গত ৩০ জানুয়ারি ওই অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলায় একজন নিহত ও চারজন আহত হয়। গত বছরের সেপ্টেম্বরে লেতিয়েতমা গ্রামে ৫০০ পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করলে ছয় বেসামরিক লোক নিহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট : আরও ৬১৮ জন গ্রেফতার

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে দুই মাসেও ভেঙে পড়া স্লাব সংস্কার হয়নি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৩০টি ভারতীয় ফোন জব্দ

বগুড়ার কাহালুর পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রামের দারিদ্র বিমোচনে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি