ভিডিও শনিবার, ০১ মার্চ ২০২৫

বগুড়ায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা  

বগুড়ায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা, ছবি: দৈনিক করতোয়া 

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরতলির গোদারপাড়ায় (সরদারপাড়া) মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সখেনা বেগম বাদি হয়ে গত বুধবার এই মামলা করেন।

মামলার আর্জিতে সখেনা বেগম উল্লেখ করেন, তার ছেলে মেহেদী হাসান গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে গোদারপাড়া সরদারপাড়াস্থ প্রতিবেশী সাদ্দামের বাড়ির সামনে গলি রাস্তায় ঝুলিয়া পড়া বৈদ্যুতিক তার ও নষ্ট হওয়া বৈদ্যুতিক বাল্ব মেরামত করছিল। এসময় আসামিরা তার কাজে বাধা দেয়। সেইসাথে তাকে মারপিট করে। এক পর্যায়ে আসামি রাকিব তার ছেলের পিঠে ছুরিকাঘাত করে। এসময় আরেক যুবকও তার ছেলেকে বাম পাঁজরে ছুরিকাঘাত করে। তখন অন্যান্য আসামিরা সাদ্দাম নামে আরও একজনকে মারধর করে একটি রেডমি স্মার্ট ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যায়। পরে ছুরিকাহত মেহেদীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট : আরও ৬১৮ জন গ্রেফতার

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে দুই মাসেও ভেঙে পড়া স্লাব সংস্কার হয়নি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৩০টি ভারতীয় ফোন জব্দ

বগুড়ার কাহালুর পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রামের দারিদ্র বিমোচনে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি