ভিডিও শনিবার, ০১ মার্চ ২০২৫

৭২ ঘণ্টার মধ্যে খালাস করে লাইটার জাহাজকে বন্দর ছাড়তে নির্দেশ

৭২ ঘণ্টার মধ্যে খালাস করে লাইটার জাহাজকে বন্দর ছাড়তে নির্দেশ

নিউজ ডেস্ক:   বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে খালাস না করে সাগরে লাইটার জাহাজে দিনের পর দিন পণ্য ভাসিয়ে রাখে।  চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি পণ্য লোড করার পর ৭২ ঘণ্টার মধ্যে সেগুলো খালাস করে লাইটার জাহাজগুলোকে বন্দর সীমানা ছাড়তে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষকের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার কারণ হিসেবে সাগরে পণ্যবোঝাই জাহাজ ভাসিয়ে রেখে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরিকে রাষ্ট্রবিরোধী হিসেবে বর্ণনা করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে পণ্য বোঝাই করার পর লাইটার জাহাজগুলো যৌক্তিক কোনো কারণ ছাড়াই বন্দর সীমানার মধ্যে বিভিন্ন জায়গায় দিনের পর দিন অবস্থান করে, যা পণ্য সরবরাহ ব্যবস্থা এবং সাধারণ জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলে, বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির অপচেষ্টা রাষ্ট্র ও জনস্বার্থের বিরোধী।

সীমিত এলাকায় এত অধিক সংখ্যক লাইটার জাহাজের অবস্থানের কারণে নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি অন্য সরবরাহ ব্যবস্থাপনাও বিঘ্নিত হয়।

আরও পড়ুন

বন্দর কর্তৃপক্ষ জানায়, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সকল পণ্যের সাপ্লাই চেইন অবিঘ্নিত রাখা, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে কয়েকজন আমদানিকারকের বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় পণ্য মাদার ভেসেল থেকে খালাস করে লাইটার জাহাজে মজুদ করে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করছিলেন বলে অভিযোগ উঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট : আরও ৬১৮ জন গ্রেফতার

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে দুই মাসেও ভেঙে পড়া স্লাব সংস্কার হয়নি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৩০টি ভারতীয় ফোন জব্দ

বগুড়ার কাহালুর পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কুড়িগ্রামের দারিদ্র বিমোচনে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি