পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে :-
(ক) আবেদনকারীর বয়স ১২/৩/২০২৫খ্রি. তারিখে ন্যূনতম ১৮ (আঠার) বছর এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়।
(খ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিবে হবে।
(গ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান, সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা ও প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশোধন হলে তাও অনুসরণ করা হবে।
(ঘ) আবেদনকারীকে আগামী ১২/৩/২০২৫ খ্রি. তারিখ সকাল ১০:০০টা হতে ১০/৪/২০২৫ খ্রি. তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে হবে। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।
আরও পড়ুন(ঙ) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং প্রয়োজনে কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করতে পারবেন।
(চ) নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।
(ছ) অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী সম্বলিত পূনাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র ওয়েবসাইট www.rda.gov.bd এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইটে (www.rda.gov.bd) পাওয়া যাবে।
উল্লেখ্য যে, ১, ৪, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৩ ও ২৫ নম্বর ক্রমিকের পদসমূহের জন্য অত্রাফিসের ২৩/১১/২০১৩ খ্রি. তারিখের স্মারক নম্বর ৪৭.৬৪.১০৮৮.০১৪.০৭৭.২০/৮০২ মারফত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
মহাপরিচালক
পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া
মন্তব্য করুন