ভিডিও সোমবার, ০৩ মার্চ ২০২৫

বগুড়ার ধুনটে ইউপি চেয়ারম্যান কারাগারে থাকায় পরিষদের কার্যক্রম বন্ধ

বগুড়ার ধুনটে ইউপি চেয়ারম্যান কারাগারে থাকায় পরিষদের কার্যক্রম বন্ধ। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটের মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রায় এক মাস ধরে কারাগারে থাকায় পরিষদের দাপ্তরিক সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে নাগরিক সেবা বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসি। স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর আত্মগোপন করেন ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক।

এ সময় তিনি ইউনিয়ন পরিষদের কিছু কাগজপত্রে সই করে নাগরিক সেবা দিয়েছেন। এ অবস্থায় ২০২৪ সালের ৮ অক্টোবর থেকে তার বিরুদ্ধে বিএনপির সাবেক এমপি জিএম সিরাজের গাড়ি ভাংচুর, বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকে হত্যাচেষ্টার মামলাসহ পর পর ৪টি মামলা দায়ের করা হয়।

এসব মামলায় ৪ ফেব্রুয়ারি থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার  করে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবার জন্য প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিযুক্ত করা হয়নি। ফলে চেয়ারম্যান কারাগারে যাওয়ার পর থেকেই পরিষদে জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারেসী সনদ, নাগরিক প্রত্যয়নপত্রসহ গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে আভ্যন্তরিন আর্থিক লেনদেনও বন্ধ হয়ে আছে।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের মেহেদী হাসান, রেজাউল করিম, বাদশা মিয়া, আশাদুল ইসলামসহ আরো অনেক সেবা প্রার্থী জানান, ইউনিয়ন পরিষদে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজে আসতে হয়। চেয়ারম্যান সনদ, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ, নাগরিক প্রত্যয়নপত্রসহ বিভিন্ন বিষয়ে চেয়ারম্যানের সই দরকার হয়। কিন্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে কারাগারে আছেন।

আরও পড়ুন

ফলে আমরা কোন নাগরিক সেবাই পাচ্ছি না। মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জনগনকে আমরা সেবা দিতে পারছি না। এ কারণে জনগনের প্রত্যাশা প্রতিফলন নেই। বিভিন্ন সেবামুলক কাজের জন্য প্রতিদিন পরিষদে অসংখ্য মানুষ আসেন। কিন্তু তারা কোন প্রকার সেবা পাচ্ছে না। তবে এ সমস্যা সমাধানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিষদের সেবা কার্যক্রম শুরু হতে পরে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, পরিষদের প্যানেল চেয়ারম্যানের একটি তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো আছে। এছাড়া ওই ইউনিয়ন পরিষদের সমস্যার বিষয়টিও তাকে জানানো হয়েছে। জেলা প্রশাসক মহোদয় সিদ্ধান্ত নিলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

ইউক্রেনে সেনা পাঠাতে পারে কানাডা : ট্রুডো

চোর সন্দেহে যুবকের হাত-পা ভেঙে চোখ উৎপাটন 

নতুন পরিচয়ে সাবিলা নূর

শ্রীমঙ্গলে শ্রমিকবাহী পিকআপ উল্টে নিহত ২, আহত ১০

দেশে জিকা ভাইরাসের প্রথম ‘ক্লাস্টার’ শনাক্ত, আক্রান্ত ৫