ভিডিও সোমবার, ০৩ মার্চ ২০২৫

লস অ্যাঞ্জেলসে চলছে ৯৭তম অস্কার প্রদান, পুরস্কার উঠল যাদের হাতে

লস অ্যাঞ্জেলসে চলছে ৯৭তম অস্কার প্রদান, পুরস্কার উঠল যাদের হাতে, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের পর অস্কারের ৯৭তম আসর আয়োজন নিয়ে ছিল শঙ্কা, তবে সেই পোগা শহরেই জমকালো আয়োজনে স্থানীয় সময় রোববার সন্ধ্যার পর বসে বছরের সেরা ছবিকে পুরস্কৃত করার এই আয়োজন। অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। পুরস্কার বিজয়ীরা তাদের অসাধারণ কাজের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করছে, এসময় বিজয়ীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়। বিশ্বের সবথেকে বড় পুরস্কারের মঞ্চ অস্কার।  বিনোদনের দুনিয়ায় সেরার সেরাদের বেছে নেওয়া হবে সেই মঞ্চে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫ টায় শুরু হয়েছে অস্কার ঘোষণা। জানা গেছে, ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’ সহ একাধিক ছবি স্থান পেয়েছে অস্কারের তালিকায়।

কাদের হাতে উঠল এবারের অস্কার?
আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি।‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জো সালদানা। এর অবদানের জন্য মা এবং বোনকে মঞ্চ থেকেই স্যালুট জানান অভিনেত্রী; এ সময় নিজের চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।

বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা ছবিতে কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি। তার তীক্ষ্ণ গল্প বলার এবং নিরবচ্ছিন্ন সম্পাদনায় এই বিজয় পেলেন।

এছাড়াও সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ

এদিকে, অস্কারের জন্য সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে চলচ্চিত্র ‘এমিলিয়া পেরেজ’। ছবিটির 'এল মাল' গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হন।

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জয়ের পর অভিবাসীদের প্রতি শ্রদ্ধা জানালেন জো সালদানা। আলোচিত ‘এমিলিয়া পেরেজ’ ছবিকে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পান সালদানা।অস্কার গ্রহণের পর দর্শকদের উদ্দেশে জো সালদানা বলেন ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত’।

আরও পড়ুন

মঞ্চে উঠে আবেগাপ্লুত সালদানা কাঁদতে কাঁদতে তার মাকে স্মরণ করেন, এবং ‘এমিলিয়া পেরেজ’ এর সব শিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেন—শিল্প জগতে অভিবাসীদের অবদান।জো সালদানা বলেন, আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে।

তিনি আরও বলেন, আমি জানি, আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন। 

এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে অস্কার পেল ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, আর ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকাপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।

কস্টিউম ডিজাইনে পুরস্কার জিতেছে ‘উইকড’ ছবি। সেরা অভিযোজিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এছাড়া সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে আনোরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

এইচআর বিভাগে নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন

বগুড়ার শিবগঞ্জের আলকদিয়া-কৃষ্ণপুর গ্রামে নেই কোন প্রাথমিক স্কুল পাকা হয়নি রাস্তা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার