ভিডিও সোমবার, ০৩ মার্চ ২০২৫

মৃত্যুর আগ পর্যন্ত আ’লীগের রাজনীতি করব না : কাঠগড়ায় কামাল মজুমদার

মৃত্যুর আগ পর্যন্ত আ’লীগের রাজনীতি করব না : কাঠগড়ায় কামাল মজুমদার, ছবি: সংগৃহীত।

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে ন্যায়বিচার চেয়ে সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের হয়ে আর রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম।

আজ সোমবার (৩ মার্চ) সকালে ঢাকা সিএমএম আদালতে হাজির করার পর এসব কথা বলেন তিনি। এদিন কাফরুল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো অন্যরা হলেন-সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও অপর সাবেক আইজিপি একেএম শহিদুল হক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। এছাড়া মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আনিসুল হককেও নতুন করে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকা সিএমএম আদালতে তাদের হাজির করার পর গ্রেফতার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারক।

এসময় এজলাসে কান্নায় ভেঙে পড়ে কামাল আহমেদ মজুমদার বলেন, আওয়ামী লীগের হয়ে আর কখনও রাজনীতি করব না। আপনার (বিচারক) কাছে আমার আবেদন, আপনার কাছে সুবিচার চাই। একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। জেলখানায় অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিস মাপার যন্ত্র দিচ্ছে না। আমাকে ডিজিটাল কোরআন, ডায়াবেটিসের ওষুধ ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেওয়া হোক।

আরও পড়ুন

গত ১৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। এরপর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

এইচআর বিভাগে নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন

বগুড়ার শিবগঞ্জের আলকদিয়া-কৃষ্ণপুর গ্রামে নেই কোন প্রাথমিক স্কুল পাকা হয়নি রাস্তা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার