ভিডিও সোমবার, ০৩ মার্চ ২০২৫

মেসিবিহীন মায়ামিকে জেতালেন সুয়ারেজ

মেসিবিহীন মায়ামিকে জেতালেন সুয়ারেজ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে খেলাননি কোচ হাভিয়ের ম্যাসচেরানো। তাই ইন্টার মায়ামির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অন্যতম প্রধান তারকা লুইস সুয়ারেজ। তবে চাপমুক্ত থেকেই মাঠে দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উরুগুয়ে তারকা।

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) হিউস্টন ডায়নামোর বিপক্ষে ৪-১ গোলের জয়ে মায়ামিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুয়ারেজ। ১ গোল ও ৩ অ্যাসিস্টে করেছেন তিনি। এমএলএসের চলতি মৌসুমে এটি মিয়ামির প্রথম জয়। বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৬টায় ডায়নামোর ঘরের মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে মিয়ামির হয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন তেলাস্কা সেগোভিয়া। সুয়ারেজ ছাড়া গোল করেন তাদিও অ্যালেন্ডা। যা এমএলএসে তার ক্যারিয়ারের প্রথম গোল।

আরও পড়ুন

৬ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করে মিয়ামির স্কোরলাইন চালু করেন সেগোভিয়া। ৩৭ মিনিটে অ্যালেন্ডাকে দিয়ে দ্বিতীয় গোল করান সুয়ারেজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আবার সেগোভিয়াকে দিয়ে গোল করান উরুগুয়ে তারকা। এতে ৩-০ তে এগিয়ে যায় মিয়ামি। ৭৯ মিনিটে সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন সুয়ারেজ নিজে। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। ৮৫ মিনিটে হিউস্টনের হয়ে সান্ত্বনার এক গোল করেন নিকোলাস লোদেইরো।

তবে ম্যাচের পর হিউস্টনের কয়েকজন ফুটবলারের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

এইচআর বিভাগে নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন

বগুড়ার শিবগঞ্জের আলকদিয়া-কৃষ্ণপুর গ্রামে নেই কোন প্রাথমিক স্কুল পাকা হয়নি রাস্তা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার