ভিডিও সোমবার, ০৩ মার্চ ২০২৫

এফএ কাপের আশাও শেষ ম্যানইউ’র

এফএ কাপের আশাও শেষ ম্যানইউ’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নতুন কোচ রুবেন আমেরিমের প্রত্যাশা ছিল অন্তত এফএ কাপে ভালো কিছু করার। কিন্তু সে আশাও শেষ। ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে ফুলহ্যামের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো রেড ডেভিলদের।

 ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামের বিপক্ষে ম্যানইউর ম্যাচের প্রথমার্ধ ছিল ১-১ গোলে সমতা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ম্যানইউ পরাজয় বরণ করে ৩-৪ গোলের ব্যবধানে। ফুলহ্যামের এই জয়ে শেষ মুহূর্তের নায়ক ছিলেন গোলরক্ষক বার্নড লেনো। ম্যানইউর শেষ দুটি শট নেন ভিক্টর লিন্ডেলফ এবং জসুয়া জিরকজি। একজন শট নেন ডান প্রান্তে, আরেকজন নেন বাম প্রান্তে। দুটিই ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন লেনো। এই দুটি সেভেই ম্যাচ জিতে নেয় ফুলহ্যাম। ফুলহ্যামের হয়ে চারটি শট নেন রাউল জিমেনেজ, স্যান্ডার বার্গ, উইলিয়ান এবং অ্যান্তোনি রবিনসন। চারটি শটই জড়িয়ে যায় ম্যানইউর জালে। ম্যানইউর প্রথম তিন শট নেন ব্রুনো ফার্নান্দেজ, দিয়েগো দায়ত এবং ক্যাসেমিরো। এ তিনটি শট জালে জড়ালেও শেষ দুটি মিস হয়।

আরও পড়ুন

এর আগে ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ৪৫+১ মিনিটে গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন কালভিন ভ্যাসি। ৭১ মিনিটে গোল করে ম্যানইউকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল করতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবার এসে নায়কে পরিণত হন ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনো। দুটি পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে দলকে তিনি তুলে দিলেন কোয়ার্টার ফাইনালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

এইচআর বিভাগে নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন

বগুড়ার শিবগঞ্জের আলকদিয়া-কৃষ্ণপুর গ্রামে নেই কোন প্রাথমিক স্কুল পাকা হয়নি রাস্তা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার