ভিডিও সোমবার, ০৩ মার্চ ২০২৫

বাংলাদেশের বিপক্ষে প্রতারণার স্বীকারোক্তি রশিদ লতিফের

বাংলাদেশের বিপক্ষে প্রতারণার স্বীকারোক্তি রশিদ লতিফের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০০৩ সালের মুলতান টেস্ট মাত্র ১ উইকেটে হেরে যাওয়া সেই ম্যাচের একটি বিতর্কিত ঘটনা আজও বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটে আছে। পাকিস্তানের উইকেটকিপার রশিদ লতিফ সেই ম্যাচে আম্পায়ারের চোখ ফাঁকি দিয়ে অলক কাপালির একটি ক্যাচ নিয়েছিলেন। ২২ বছর পর, অবশেষে সেই ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করলেন রশিদ লতিফ। তবে তিনি এই ঘটনার জন্য পাকিস্তানের তৎকালীন অধিনায়ক ইনজামাম-উল-হককে দায়ী করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেছেন, তিনি চেয়েছিলেন অলক কাপালিকে ফেরত পাঠাতে, কিন্তু ইনজামামের সিদ্ধান্তে তা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘ক্যাচ নেয়ার পর আমি ইনজামাম ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আমরা কি তাকে ফিরিয়ে আনব? কিন্তু তিনি বলেছিলেন, না, না, না।’

সেই ম্যাচে বাংলাদেশের দেয়া ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ২০৫ রানে ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল। কিন্তু ইনজামামের অনবদ্য সেঞ্চুরির সুবাদে স্বাগতিকরা মাত্র ১ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। তবে ম্যাচে একাধিক বিতর্কিত আম্পায়ারিং সিদ্ধান্ত, বিশেষ করে এলবিডব্লিউর কয়েকটি আবেদন নাকচ হওয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। ক্রিকেটবিশ্লেষকরা মনে করেন, সঠিক সিদ্ধান্ত হলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।

আরও পড়ুন

রশিদ লতিফ স্বীকার করেছেন, ওই ক্যাচ ধরার ঘটনা তার ক্যারিয়ারের জন্যও ভয়ানক প্রভাব ফেলেছিল। প্রতারণার দায়ে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর তিনি আর কখনো টেস্ট ক্রিকেটে ফিরতে পারেননি। নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার জন্যও ইনজামামের ভূমিকার ইঙ্গিত দেন তিনি। রশিদ লতিফ বলেন, এরপর আমি পাঁচ ম্যাচ নিষিদ্ধ হলাম, ফিরে মাত্র পাঁচটি ওয়ানডে খেলেছি। ইনজামাম তখন অধিনায়ক হয়ে গেল, আর আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

এইচআর বিভাগে নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন

বগুড়ার শিবগঞ্জের আলকদিয়া-কৃষ্ণপুর গ্রামে নেই কোন প্রাথমিক স্কুল পাকা হয়নি রাস্তা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার