ভিডিও মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

তারকাদের সৌন্দর্য্য সচেতনতাতেও সোনিয়া খানের এগিয়ে চলা

সোনিয়া খান

অভি মঈনুদ্দীন ঃ প্রাকৃতিক সৌন্দর্য্যের দিক দিয়ে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় এক এলাকার নাম সুনামগঞ্জ। সেই সুনামগঞ্জেরই ধর্মপাশা উপজেলার মুক্তারপুর গ্রামের আব্দুল মান্নান ও সায়েদা খাতুন দম্পতির কন্যা সোনিয়া খান এই দেশের একজন প্রতিথযশা বিউটি এক্সপার্ট, মেকাপ আর্টিস্ট ও ট্রেইনার।

২০০৮ সাল থেকে তিনি রাজধানীর রামপুরাতে তার প্রতিষ্ঠান ‘প্রিটি লেডি বাই সোনিয়া খান’ পরিচালনা করে আসছেন। তবে সোনিয়া খান জানান গক দুই বছর যাবত তার প্রতিষ্ঠান স্থানান্তরিত হয়ে রাজধানীর নিকেতনে নিয়ে আসা হয়েছে। সাধারণ মানুষের সৌন্দর্য্য সচেতনতায় এরইমধ্যে গেলো প্রায় ১৭ বছরে সোনিয়ার প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে।

শুধু তাই নয় তারকাদের কাছেও সৌন্দর্য্য চর্চায় বেশ বিশ্বস্থতা অর্জন করেছে ‘প্রিটি লেডি বাই সোনিয়া খান’ প্রতিষ্ঠানটি। সোনিয়া খান জানান, তার প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে তার কাছে সার্ভিস নিতে এসেছেন প্রজন্মের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম, মডেল রুমা, মডেল অভিনেত্রী রুনা খান, ইনফ্লুয়েন্সার বারিশা হক’সহ আরো অনেকেই। সোনিয়া হক বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মেকাপে আগ্রহী’দের ট্রেনিংও দিয়ে থাকেন। সেই ট্রেনিং দিতে গিয়েই একসময় পরিচয় অভিনেত্রী রিচি সোলায়মানের সঙ্গে। তারসঙ্গে রয়েছে বেশ চমৎকার সম্পর্ক।

আরও পড়ুন

সোনিয়া খান জানান, ট্রেনিং-এ তিনি মেকাপ, হেয়ার স্টাইল, হেয়ার কাট, নেইল এক্সটেনশন’সহ আনুষঙ্গিক আরো অন্যান্য বিষয়ে ট্রেনিং দিয়ে থাকেন। ‘মেকাপ আর্টিস্ট অ্যাণ্ড বিউটি ব্লাগারস এসোসিয়েশন অব বাংলাদেশ’র সেক্রেটারি সোনিয়া খান নিজে মেকাপ’সহ আরো অন্যান্য বিষয়ে শিখেছেন কাজী কামরুল ইসলাম ও আফরোজা পারভীনের কাছে। এছাড়াও পাকিস্তানের নাঈম খান’সহ বিশ্বের বিভিন্ন দেশের বিউটি এক্সপার্ট, হেয়ার স্টাইলিস্টদের কাছে তিনি অনলাইনে ৮৫টির বেশি কোর্সে অংশ নিয়ে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। তবে সোনিয়া জানান, তিনি ব্রাইডাল মেকাপটা বেশি করেন।

একজন বিউটি এক্সপার্ট, মেকাপ আর্টিস্ট ও ট্রেইনার হিসেব এগিয়ে চলা প্রসঙ্গে সোনিয়া খান বলেন,‘ একজন সৌন্দর্য্য সচেতন নারী হিসেবে আজ থেকে প্রায় দেড় যুগ আগে আমার প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও আমার এখানে সার্ভিস নিদে আসেন। প্রতিনিয়তই আমি এই শিল্পে নিজেকে আরো আপডেট করার চেষ্টা করি। শুধু যে সৌন্দর্য্য চর্চায় নিজেকে নিয়োজিত রাখি বিষয়টা এমন নয়। আমার শেখা কাজ আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে একজন বিউটি এক্সপার্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত ট্রেনিং এ অংশ নেই। একটা সময় অভিনয় করারও প্রস্তাব ছিলো। কিন্তু পরিবারের সম্মতি ছিলোনা বিধায় করা হলোনা। তবে আমি আমার কাজে নিজেকে আরো বহুদূর নিয়ে যেতে চাই।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

এইচআর বিভাগে নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন

বগুড়ার শিবগঞ্জের আলকদিয়া-কৃষ্ণপুর গ্রামে নেই কোন প্রাথমিক স্কুল পাকা হয়নি রাস্তা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার