ভিডিও মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

বিদ্রোহীদের নিয়েই ঈদের পর ৫৫ জনের ক্যাম্প

বিদ্রোহীদের নিয়েই ঈদের পর ৫৫ জনের ক্যাম্প

স্পোর্টস ডেস্ক:  বিদ্রোহী ফুটবলারসহ মোট ৫৫ জনের বহর নিয়ে শুরু হবে নারীদের ক্যাম্প। দুবাই থেকে দেশে ফিরে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফুুটবলারদের বৈঠকের পর এমনটাই জানালেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। 

 সকালে দেশে পৌঁছে ঘন্টা কয়েক বিশ্রাম নিয়ে বিকেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের নারী । সেই বৈঠকে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ এবং সামনের টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়েছে।

আমিরাতে দুই ম্যাচই হেরেছে বাংলাদেশ। হারলেও মেয়েদের উৎসাহ দিয়ে নতুন উদ্যমে শুরুর আশা দিয়েছেন বাফুফে সভাপতি, 'আমরা এই ম্যাচগুলো থেকে জানলাম দুর্বলতা কোথায়। সামনে সেভাবে নিবিড় অনুশীলন হবে। জুনে এশিয়ান কাপ বাছাই রয়েছে। বাছাই উত্তীর্ণ হলে ২৬ সালে এশিয়া কাপ। না হলেও আরো অনেক খেলা রয়েছে। আগামী দুই বছর অনেক ব্যস্ত সূচি, খেলা বন্ধ থাকবে না।’

বাফুফে সভাপতি ক্যাম্প পুনরায় শুরুর সুনির্দিষ্ট দিনক্ষণ বলেননি। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ফুটবলারদের মৌখিকভাবে আজ উপস্থিত ফুটবলারদরে জানিয়েছেন ঈদের পর ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পে সাবিনারাও আমন্ত্রণ পাবেন সেটা সভাপতির বক্তব্যে স্পষ্ট, 'আমরা পুনরায় ৫৫ জন নিয়ে পূর্ণাঙ্গভাবে ক্যাম্প শুরু করব।’


বাফুফে আনুষ্ঠানিকভাবে ৩৭ জনের সঙ্গে চুক্তি করেছে। এর বাইরে বৃটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করা ১৮ ফুটবলার রয়েছেন। সাবিনাদের বাফুফের আহ্বানে ক্যাম্পে যোগ দেয়ার পরিকল্পনা এখনো রয়েছে। তবে আরব আমিরাত থেকেও বৃটিশ কোচ বাটলারের বক্তব্য খারাপ লেগেছে বেশ কয়েকজনের কাছে।

আরও পড়ুন

১৮ জন আমিরাত সফরে যাননি। সেই অধ্যায় আপাতত অতীত। এরপরও বাটলার প্রথম ম্যাচ হারের পর খানিকটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছিলেন, 'এই হারে কেউ খুশি,মজা পাবে।’ বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচে পরাজয় কেউ খুশি হবে এমন মানসিকতা ফুটবলার তো নয়-ই কোনো সাধারণ ফুটবলপ্রেমী/সাধারণ নাগরিকেরও নেই। এরপর দ্বিতীয় ম্যাচের আগের দিন বলেন, 'যারা শুধু জয়, জয় করে তারা ফুটবল বোঝে না’। বাফুফে শুধু নারীদের কাঠগড়া বা শৃঙ্খলার কথা বারংবার বললেও বাটলারের এমন মন্তব্য যেন তাদের কানে পৌঁছায় না। আজ সভাপতির সঙ্গে সকল নারী ফুটবলার ও অন্য কোচিং স্টাফদের সঙ্গে বসলেও সেই সময় বাটলার হোটেলে বিশ্রামে ছিলেন।


আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সম্প্রচার হয়নি। তাই বাংলাদেশের খেলা দেখতে পারেননি বাফুফে সভাপতি। দুই ম্যাচই বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন অধিনায়ক আফিদা খন্দকার। গোলের পর কেমন উদযাপন হয়েছে এটা জানতে চান, পাশাপাশি শেষ দশ মিনিটে আরো গোলের সুযোগ ছিল কিনা সেটাও অধিনায়ককে জিজ্ঞেস করেছেন তাবিথ।

অধিনায়ক আফিদা সভাপতির প্রশ্নের উত্তরে বলেন, 'ওরা শেষের দিকে হাপিয়ে গিয়েছিল। আমরা গোলের সুযোগ পেয়েছিলাম কিন্তু গোল হয়নি।’ কোচিং স্টাফের একজন বললেন, 'স্বপ্নার শট একটি ভালো সেভ হয়েছে।’ সেই সময় সভাপতি স্বপ্নার কাছে জানতে চান। স্বপ্না তার গোল মিসের বর্ণনা করার পর সভাপতি সান্ত্বনা দিয়ে বলেন, 'সমস্যা নেই, সামনে হবে।’

সভাপতি সবার উদ্দেশ্যে বলেন, 'আমাদের ক্যাম্প ছুটি হয়ে যাচ্ছে। কখন কবে অনুশীলন শুরু, কিভাবে পরে জানিয়ে দেয়া হবে। এর মধ্যেও যোগাযোগ থাকবে আমাদের। এখন কারো কোনা দাবি বা ধারণা থাকলে বলতে পারো।’ সভাপতির উন্মুক্ত আহানের পরও কেউ কিছু বলেননি। এরপর সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, 'তিন জন (আফিদা, রিপা, সুরমা) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে। আমরা চাই তোমরা একাডেমিকভাবেও এগিয়ে যাও। খেলার জন্য পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটে। এখন যতটুকু সময় পাবে পড়াশোনা কর। খেলাধূলার সঙ্গে পড়াশোনাও দরকার।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

এইচআর বিভাগে নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন

বগুড়ার শিবগঞ্জের আলকদিয়া-কৃষ্ণপুর গ্রামে নেই কোন প্রাথমিক স্কুল পাকা হয়নি রাস্তা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার