ভিডিও মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

‘রমজানে আমি কোনো শুটিং রাখি না, ইবাদতে মশগুল থাকি’-প্রিয়াঙ্কা

অভিনেত্রী প্রিয়াংকা জামান।

বিনোদন প্রতিবেদক ঃ ১৭ বছরের ক্যারিয়ার। খুব বেশি সাফল্য না পেলেও নিয়মিতই নাটক- সিনেমাতে কাজ করে যাচ্ছেন বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা জামান। শুরুটা উপস্থাপনা দিয়ে হলেও এখন নিয়মিত মডেলিং, নাটকসহ সিনেমার পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এ মুহূর্তে বেশ কয়েকটি নাটকের কাজে যুক্ত আছেন প্রিয়াংকা জামান। ফলে শুটিং নিয়ে তার কমবেশি ব্যস্ততা থাকে বছরজুড়েই। তবে রমজান মাসের ক্ষেত্রে অভিনেত্রীর জন্য ব্যাপারটি আলাদা। বলে রাখা ভালো— নিজের ধর্ম নিয়ে বেশ সতর্ক এ অভিনেত্রী। প্রায় সাক্ষাৎকারেই ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়েই তুলে ধরেন প্রিয়াংকা। এরই মধ্যে জানালেন রোজার মাসে শুটিং থেকে বিরত থাকেন অভিনেত্রী। এই মাসে শুটিংয়ের ব্যস্ততা থাকলেও শুধু ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন বলেও জানান অভিনেত্রী।

প্রিয়াংকা জামান গণমাধ্যমে বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাাহর ইবাদত করব— নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে সময় দেব। নিজেকে সময় দেব।’ রমজানে কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি, এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই, আর ইবাদত করি। ইবাদতে মশগুল থাকি।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

এইচআর বিভাগে নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন

বগুড়ার শিবগঞ্জের আলকদিয়া-কৃষ্ণপুর গ্রামে নেই কোন প্রাথমিক স্কুল পাকা হয়নি রাস্তা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার