ভিডিও মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার শহরের মালতিনগর খন্দকার পাড়ায় মো. পারভেজ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা এবং আতিকুর (২৪) নামে আরও একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আতিকুরের অবস্থাও গুরুতর। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেছেন, যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেটি শাজাহানপুর থানা এলাকায়। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

ঘটনাস্থলে তদন্তে যাওয়া বনানী পুলিশ ফাঁড়ির এসআই ইলাহি জানান, গতকাল সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে মালতিনগর খন্দকারপাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনের গলিতে একদল দুর্বৃত্ত পারভেজ ও আতিকুরের ওপর হামলা করে। এসময় তারা দুইজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। এছাড়া আতিকুর চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও সংকটাপূর্ণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহত পারভেজ শহরের মালতিনগর নতুনপাড়ার রিয়াজুলের ছেলে, আর আহত আতিকুর একই এলাকার আব্দুল হকের ছেলে। নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সাথে রোববার বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে আনেন। এসময় আতিকুরও পারভেজের সাথে ছিলেন।

আরও পড়ুন

পরে মালতিনগর খন্দকারপাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে পারভেজ ও আতিকুর দৌড় দিলে তারা তাদের পিছু ধাওয়া করে উপুর্যপরি ছুরিকাঘাত করেন। তারা দু’জনই ছুরিকাহত অবস্থায় গলির মধ্যে দীর্ঘ সময় পড়ে থাকেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় আতিকুর চিকিৎসাধীন রয়েছেন। এসআই ফজলে এলাহী আরও বলেন, প্রাথমিকভাবে স্থানীয় দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

এইচআর বিভাগে নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন

বগুড়ার শিবগঞ্জের আলকদিয়া-কৃষ্ণপুর গ্রামে নেই কোন প্রাথমিক স্কুল পাকা হয়নি রাস্তা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার