ভিডিও মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

পবিত্র রমজান শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখছেন। পবিত্র রমজান মাস ঘিরে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে। এতে রোজার নিত্যপণ্য হিসেবে পরিচিত ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, চিনির বাজার এখন স্থিতিশীল। স্থিতিশীল সবজির বাজারও। তবে পর্যাপ্ত আমদানি হলেও নভেম্বর থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। বোতলজাত সয়াবিন তেল সংকটে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে খোলা সয়াবিন তেলও। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটের কারণে ভোক্তারা উদ্বিগ্ন। এই সংকট চলতে থাকলে রোজায় এটি ভোক্তাদের বাড়তি উদ্বেগের কারণ হতে পারে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রাজধানীতে রমজান উপলক্ষে প্রতিটি নিত্য পণ্যের দোকানের সামনে রয়েছে ব্যাপক ভিড়। ডিমের দাম আরো কমেছে। এক হালি ফার্মের ডিম চল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে। তবে বরাবরের মতো এবারও রোজা ঘিরে বাড়তি মাংসের বাজার। বাজার ঘুরে দেখা গেছে, গত দুই-তিন দিনের ব্যবধানে ২০ টাকা পর্যন্ত বেড়ে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে ৭০০-৭৫০ টাকায় এবং খাসির মাংস এক হাজার থেকে ১১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছের দামও মাছ ভেদে কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। বাজারে ১ হালি লেবু বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকায়।

দশদিন আগেও এর সর্বোচ্চ মূল্য ছিল ৪০ টাকা। সে সময় ২০ টাকায়ও ১ হালি লেবু কেনা গেছে। এখন ৫০ টাকার নিচে মিলছে না। এদিকে বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে। বেগুন মানভেদে কেজি ৫০-৬০ টাকা। লাল লেয়ার মুরগি ৩০০, সাদা লেয়ার ২৯০, ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ২১০ ও দেশি মুরগি ৫৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ ফল। ইতোমধ্যে ফলের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। শীতকালীন সবজির দাম এখনও সহনীয় পর্যায়ে রয়েছে। টমেটোর কেজি ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি প্রতি ২৫-৩০ টাকা, মুলার কেজি ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, শিম মান ভেদে ৩০ থেকে ৬০ টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা।

আরও পড়ুন

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, ‘আগামী সাত দিনের মধ্যে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে। খেজুরসহ সব পণ্যের দাম কমে আসবে জানিয়ে উপদেষ্টা বলেন, এবারের রমজানে সবকিছুই মজুদ রয়েছে। আশা করি সরবরাহে বাজার কেন্দ্রিক সমস্যা হবে না। ভোজ্য তেল নিয়ে যারা কারসাজি করছে, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান গত বৃহস্পতিবার রমজান উপলক্ষে ভোগ্য পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আলীম আখতার খান বলেন, নিত্য পণ্যের বাজার ব্যবস্থাপনায় রাজনৈতিক  দুর্বৃত্তায়নের একটি অংশ এখনো সক্রিয়। ভোজ্য তেল নিয়ে যারা দুষ্টামি করে বা ভোক্তার স্বার্থ বিরোধী কাজ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র রমজান মাসে ভোগ্য পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং পণ্যের দাম কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানামুখী পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভোজ্য তেল, ছোলা, চিনি, পেঁয়াজ, আলু, খেজুরসহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দেওয়া হয়। সব মিলিয়ে আমদানিতে উৎসাহ বাড়ায় এবার রেকর্ড হারে ভোগ্য পণ্য আমদানি করেছেন আমদানিকারকরা।

বাংলাদেশ ব্যাংকের এলসি নিষ্পত্তির তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চার মাসে দেশে ৯টি ভোগ্য পণ্যের মোট আমদানি হয়েছিল ১৪ লাখ ৭৫ হাজার ৭১৩ টন। চলতি (২০২৪-২৫) অর্থ বছরের একই সময় আমদানি হয়েছে ১৯ লাখ ১৯ হাজার ৪৫০ টন। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত, বাজার মনিটরিংয়ে আরো বেশি জোর দিতে হবে। এ ক্ষেত্রে সরকার তথা বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোর মনোভাব নিয়ে অগ্রসর হতে হবে বাজার মনিটরিংয়ে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ

বগুড়া শহরে আবারও যুবক খুন একজন ছুরিকাহত

এইচআর বিভাগে নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন

বগুড়ার শিবগঞ্জের আলকদিয়া-কৃষ্ণপুর গ্রামে নেই কোন প্রাথমিক স্কুল পাকা হয়নি রাস্তা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার