ভিডিও রবিবার, ০৯ মার্চ ২০২৫

রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার

রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীতে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা নীলফামারী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গত বুধবার মধ্যরাতে নগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী সাংবাদিকদের জানান, গ্রেফতার আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন প্রতিহত করতে বল প্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা, আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগে তিনটি মামলা রয়েছে।

পুলিশ মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, গত বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন

এ বিষয়ে আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলা তদন্তাধীন। গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিনটি মামলার মধ্যে একটি মামলা রংপুরে রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

রাজুতে ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা : জাবি ও রাবিতেও বিক্ষোভ

২৪ ঘণ্টার আলটিমেটাম ঢাবি ছাত্রীদের

ধর্ষকের ফাঁসি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল ঢাবি

যৌথবাহিনীর অভিযানে সাবেক এমপির বাসা দখলমুক্ত

মাগুরায় শিশুকে ধর্ষণ, মামলার এজাহারে ভয়াবহ-রোমহর্ষক ঘটনা