বিয়ে প্রসঙ্গে যা বললেন অহনা
_original_1741449649.jpg)
বিনোদন ডেস্ক ঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে ক্যারিয়ায় শুরু করেছিলেন। এরপর নাটকে অভিনয় করে দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি ওমরাহ্ধসঢ়; পালন করে এসে বোরকা এবং হিজাব পরিধান শুরু করেছেন তিনি। বর্তমানে কোনো অনুষ্ঠানে গেলে এই লুকেই দেখা যায় তাকে। মাঝে গুঞ্জন উঠেছিল পর্দার কারণে অভিনয়কেও বিদায় জানিয়েছেন। তবে অভিনেত্রী জানান, তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
অহনা বলেন, আমি সম্প্রতি একটা ডাবিং করেছি। সামনে আরও শুটিংয়ের সিডিউল রয়েছে। শুটিং আমার আলাদা একটা কাজ। ব্যক্তি অহনার সঙ্গে নাটকের চরিত্রের অহনা একেবারেই আলাদা। শুটিংয়ে আমি অন্যজনের চরিত্রে কাজ করি। আর ব্যক্তি অহনাকে পাবেন বোরকা এবং হিজাবে। নিজেকে এমন পরিবর্তন বিষয়ে তিনি বলেন, কোনো জিনিস যদি ৪০ দিন টানা করা হয় সেটা অভ্যাস হয়ে যায়। আমারও একই অবস্থা হয়েছে। এত মানুষের সামনে এখন আমার আগের মতো আসতে ইচ্ছা হচ্ছে না, তাই আসছি না।
আরও পড়ুনতিনি বলেন, নারীরা যে পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাকে সেই পোশাক পরা উচিত। ব্যক্তিগতভাবে আমি ঢিলেঢালা পোশাক পরতে পছন্দ করি। এর মধ্যে বোরকা পরতে আমার ভালো লাগে। এই লেবাস আমার ব্যক্তিগত ব্যাপার। বিয়ে প্রসঙ্গে অহনা বলেন, যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন। যারা করেন নাই তারাও বিয়ে করে সুখে থাকেন। আর যারা আমার মতো বিয়ে করতে চায় না তাদেরকে আপনারা সুখে থাকতে দেন। এখন পর্যন্ত কারও পপ্রত আমার বিশ্বাস আসে নাই। বিশ্বাস এলে অবশ্যই জীবনসঙ্গী বানাবো।
মন্তব্য করুন