শিরোপার আরও কাছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক : এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে অনেক দূর এগিয়ে গেছে আর্নে স্লটের শিষ্যরা। শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লিভারপুল। ২৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭০। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৪। আজ রাতেই ম্যানচেস্টার ইউনাইটেরে মুখোমুখি হবে আর্সেনাল। এই ম্যাচ জিতলে ব্যবধান ১৩তে নামিয়ে আনতে পারবে তারা।
সাউদাম্পটনের বিপক্ষে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। অন্য গোলটি করেন ডারউইন নুনিয়েজ। সাউদাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন উইলিয়াম স্মলবোন।
মন্তব্য করুন