টিম ডাক্তারের মৃত্যুতে বার্সা-ওসাসুনা ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে লা লিগা ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিল বার্সেলোনা। কিন্তু খেলা শুরুর ২০ মিনিট আগে ড্রেসিংরুমে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা শোনালেন দুসংবাদ। মারা গেছেন প্রথম দলের ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়া। খেলোয়াড়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। ক্লাব ক্যাপ্টেনরা ম্যাচটি স্থগিতের অনুরোধ জানান।
বার্সা পরে এক বিবৃতিতে জানায়, গার্সিয়ার মৃত্যুতে স্থগিত করা হয়েছে ওসাসুনা ম্যাচ। বোর্ড অব ডিরেক্টর ও সকল স্টাফ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মুন্দো দেপোর্তিভো জানায়, দলের সঙ্গে টিম হোটেলে ছিলেন গার্সিয়া। দুপুরে খাবারও খেয়েছেন। সন্ধ্যায় জানা গেলো তার আকস্মিক মৃত্যুর খবর।
আরও পড়ুনম্যাচের নতুন সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে। স্পেনের গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কোপা দেল রের ফাইনালে বার্সা উঠতে না পারলে ২৬ ও ২৭ এপ্রিলের যে কোনও দিন ম্যাচটি হতে পারে। অথবা ১৯ থেকে ২৫ মে লিগের শেষ সপ্তাহের মাঝে যে কোনও একদিন।
মন্তব্য করুন