ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

ঈদের বিশেষ নাটক ‘বান্টির বিয়ে’তে জোভান-পায়েল!

ঈদের বিশেষ নাটক ‘বান্টির বিয়ে’তে জোভান-পায়েল!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : প্রেম, বিয়ে এবং পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা বান্টি নামের এক যুবকের জীবনের গল্পে সাজানো হয়েছে ঈদের বিশেষ নাটক। যার নাম ‘বান্টির বিয়ে’। যে গল্পের নায়ক ফারহান আহমেদ জোভান। আর নায়িকাদের তালিকায় আছেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা।

তাদের নিয়ে নাটকটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী। নির্মাতার মতে, প্রেম-বিয়ে নিয়ে এক যুবকের মজার ও রোমাঞ্চকর গল্প। যা দেখে দর্শকরা নিজেদের জীবনটাকেও খুঁজে পেতে পারেন। গল্পটির ট্রেলার এমন, মিলি নামের এক সাহসী মেয়ে, তার বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে! ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু মিলির পারিবারিক বাধা এবং বান্টির সাথে আরেকজন মেয়ের (লিলি) বিয়ের আয়োজন গল্পকে জটিল করে তোলে ক্রমশ।

আরও পড়ুন

প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা; সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে ভীষণ উপভোগ করবেন নাটকটি।’

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ২০টির বেশি বিশেষ নাটক মুক্তি পাচ্ছে সিএমভি’র ব্যানার থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ‘বান্টির বিয়ে’সহ অন্য নাটকগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে মাগুরার সেই শিশুটি

কেনার কথা বলে অস্ত্র ঠেকিয়ে ৮৫ লাখ টাকা দামের গাড়ি ছিনতাই

আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ নামলো ২০ বিলিয়নের নিচে

ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাবিতে মশাল মিছিল

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

জুলাই-আগস্টের হত্যাকান্ড