ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের চাপে ইরান কখনও আলোচনায় বসবে না : খামেনি

যুক্তরাষ্ট্রের চাপে ইরান কখনও আলোচনায় বসবে না : খামেনি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জোর করে কখনও তেহেরানকে আলোচনার টেবিলে নেয়া সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি পাঠানোর একদিন পর শনিবার (৮ মার্চ) এই প্রতিক্রিয়া জানালেন তিনি।

ফক্স বিজনেসের সঙ্গে সাক্ষাতকারে ট্রাম্প বলেন, তেহেরান যাতে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে এজন্য তাকে সামলাতে দুটি উপায় রয়েছে। এক. সামরিক হামলার মাধ্যমে, দুই. চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর খামেনি বলেন, ওয়াশিংটন তাদের নিজস্ব প্রত্যাশা চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। খামিনেয়িকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আরও বলা হয়, তেহেরানকে হুমকি প্রদানের মাধ্যমে আলোচনার টেবিলে নেয়া সম্ভব নয়। ইরান সরাসরি এটি প্রত্যাখ্যান করে।

খামেনেয়ির এমন মন্তব্যের পর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ ট্রাম্পের কথাকেই পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেন, এক্ষেত্রে ইরানকে সামরিক হামলার মুখোমুখি হতে হবে না হয় চুক্তির পথে যেতে হবে। তিনি আরও বলেন, ইরান তার জনগণের নিরাপত্তার জন্য অবশ্যই শান্তির পথ বেছে নেবে। খবর : রয়টার্স 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে মাগুরার সেই শিশুটি

কেনার কথা বলে অস্ত্র ঠেকিয়ে ৮৫ লাখ টাকা দামের গাড়ি ছিনতাই

আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ নামলো ২০ বিলিয়নের নিচে

ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাবিতে মশাল মিছিল

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

জুলাই-আগস্টের হত্যাকান্ড