ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

হিলিতে এক লাফে পেঁয়াজের দাম কমলো কেজিতে ১০ টাকা

হিলিতে এক লাফে পেঁয়াজের দাম কমলো কেজিতে ১০ টাকা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : রমজানে কম মূল্যে পেঁয়াজ কিনতে পারছেন দিনাজপুরের হাকিমপুর হিলিতে। সীমান্তবর্তী এই এলাকার বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। বর্তমানে বাজারে পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তারা জানান, দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং বাজারে বেশি আমদানি হওয়ায় এই পণ্যটির ঝাঁজ কমেছে।

ব্যবসায়ীরা জানান, বিগত কয়েক বছরের চেয়ে এ বছর পেঁয়াজের দাম অনেক কম। গতবছর ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম ৮০ থেকে ১শ’ টাকার মধ্যে ছিল। এর আগের বছরেও প্রায় ১শ’ থেকে ১২০ টাকা কেজি ছিল পেঁয়াজের দাম।

বর্তমান হিলির সবজি বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা জানা যায়, েপ্রতিবছর রমজানে লাগামহীনভাবে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। রমজানে ইফতারের জন্য অধিকাংশ উপকরণ তৈরিতে পেঁয়াজ অতি প্রয়োজনীয়। এবারের রমজানে প্রথম দিন থেকে ৩৫ টাকা কেজি হিসেবে পেঁয়াজ খুচরা বিক্রি করছিলেন তারা। বর্তমান দাম কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পেঁয়াজের ফলন হওয়ায় বাজারে দাম কমেছে।

আরও পড়ুন

এ জন্যই পাইকারি এবং খুচরা বাজারে ক’দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। হিলির বাজারে সবজি কিনতে আসা একজন হোটেল ব্যবসায়ী জানান, ‘ইফতারের অধিকাংশ উপকরণ তৈরিতে প্রয়োজন হয় পেঁয়াজের। প্রতিবছর রমজানে বেড়ে যায় পেঁয়াজের দাম। তবে, এবার দাম কমে গেছে। এতে আমাদের ইফতার ব্যবসা ভালো হচ্ছে। ভাল মানের ইফতারও তৈরি করতে পারছি। লাভের মুখও দেখতে পাচ্ছি।’

হিলি বন্দরের এক শ্রমিক জানান, প্রতি বছর রমজান মাসে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়ে থাকে এই বন্দরে। এবার ভারতীয় পেঁয়াজ আমদানি করছেন না আমদানিকারকরা। বাজারে দেশি পেঁয়াজ প্রচুর পরিমাণে আসছে। আমাদের মতো খেটে খাওয়া মানুষের অনেক উপকার হচ্ছে পেঁয়াজের দাম কমায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান