পাবনার ভাঙ্গুড়ায় ৫ মাদকসেবীর জেল-জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের আপরাধে ৫ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার। গতকাল শনিবার বিকেলে এই রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শাহ্ নগর গ্রামের আব্দুর রশিদ (৩২), পৌর সভার সরদার পাড়া মহল্লার ছরোয়ার হোসেন (৪১) ও দক্ষিণ সারুটিয়া গ্রামের আছাদুল ইসলাম (৪২), উত্তর মেন্দা গ্রামের হৃদয় হোসেন (২৩) এবং চৌবাড়ীয়া ভদ্রপাড়া মহল্লার জিল্লুর রহমান (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঈশ্বরদী সার্কেলের) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শনিবার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা, চোলাই মদ ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক সেবনের অপরাধে উল্লেখিত পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার পাঁচ জনকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেন।
আরও পড়ুনএসময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা ও নেশার ট্যাবলেট উদ্ধার করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮/৩৬/৫ ধারা মোতাবেক ৫ মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ২শ’ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মন্তব্য করুন