সামরিক বাহিনীর ৮ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন
_original_1741530736.jpg)
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা সামরিক বাহিনীর আওতাধীন ৮টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। আজ রোববার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নাম পরিবর্তন করা সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে।
এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রস্তাবিত নতুন নাম প্রতিরক্ষা উপদেষ্টা (প্রধান উপদেষ্টা) মহোদয়ের সানুগ্রহ অনুমোদনের পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নিম্নোক্ত সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার বর্তমান নাম বাতিলপূর্বক পরিবর্তিত নামে নামকরণ করা হলো-
১. চট্টগ্রাম নিউ মুরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম বদলে বানৌজা খালিদ বিন ওয়ালিদ রাখা হয়েছে।
২. ঢাকার খিলক্ষেতের নামাপাড়ার বানৌজা শেখ মুজিবের নাম বদলে বানৌজা ঢাকা রাখা হয়েছে।
৩. কক্সবাজারের পেকুয়ার বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া রাখা হয়েছে।
আরও পড়ুন৪. ঢাকা সেনানিবাসের কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, বঙ্গবন্ধু- এর নাম বদলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার রাখা হয়েছে।
৫. ঢাকা সেনানিবাসের কুর্মিটোলার বিমান বাহিনীর বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের নাম পরিবর্তন করে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার রাখা হয়েছে।
৬. যশোরের বিএএফ একাডেমির বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম বদলে বিএএফএ কমপ্লেক্স রাখা হয়েছে।
৭. ঢাকার মিরপুর সেনানিবাসের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সের নাম বদলে ডিএসসিএসসি কমপ্লেক্স রাখা হয়েছে।
৮. ঢাকার শের-ই-বাংলা নগরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম বদলে প্রতিরক্ষা জাদুঘর করা হয়েছে।
মন্তব্য করুন