বগুড়ায় আব্দুল বারী হত্যা মামালায় মা-মেয়েসহ চারজনের কারাদণ্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ার মহাস্থানে আব্দুল বারী হত্যা মামলার রায়ে মা ও তিন মেয়েসহ অভিযুক্ত চার আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলো-বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরকান্দির মৃত জয়েন উদ্দিনের স্ত্রী দোলেনা বেওয়া, তার তিন মেয়ে শাহিদা খাতুন, বকুল খাতুন ও মেননা খাতুন। গতকাল রোববার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং- ৩ এর বিচারক মো. লুৎফর রহমান শিশির এই মামলার রায় দেন।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়ার পঙ্গু আব্দুল বারী মহাস্থান মাজার কর্তৃপক্ষের অনুমতিক্রমে মাজারের ভান্ডারখানা দেখাশুনা করতেন। ২০০৬ সালের ২৮ এপ্রিল বেলা ২টার দিকে জনৈক ব্যক্তি তবারক (পায়েস) নিয়ে ভান্ডারখানার দিকে আসলে অভিযুক্ত আসামিরা তা কেড়ে নেন। এসময় উক্ত আব্দুল বারী আসামিদেরকে বাধা দিলে আসামিরা আব্দুল বারীকে কিল-ঘুষিসহ মারপিট করেন।
আহত আব্দুল বারীকে শিবগঞ্জ হাসপাতালে নিয়ে যাবার সময়ও আসামিরা আহত আব্দুল বারীকে টানাহেচরাও করেন। পরে হাসপাতালে যাবার পথে বিকেল ৫টার দিকে আব্দুল বারী মারা যান। এ ব্যাপারে নিহত আব্দুল বারীর স্ত্রী আর্জিনা খাতুন বাদি হয়ে ওই আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।
আরও পড়ুনমামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. এজেএম শামসুদ্দিন স্বপন ও এড. এফইএম আসাদুজ্জামান মাখন এবং আসামি পক্ষে এড. আলম।
মন্তব্য করুন