ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে ডেভিল হান্টে এক মাসে ৫২ জন গ্রেফতার

সিরাজগঞ্জে ডেভিল হান্টে এক মাসে ৫২ জন গ্রেফতার। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সিরাজগঞ্জে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সিরাজগঞ্জ জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) এর ডিআইও-২ মো. আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরু হয়। গত ৭ মার্চ পর্যন্ত জেলার ১২ টি থানার মধ্যে ১০টি থানায় অভিযান চালিয়ে এই ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ উল্লাপাড়া থানায় ১৮ জন, রায়গঞ্জ ও শাহজাদপুর থানায় ৬ জন, তাড়াশে ৫ জন, সিরাজগঞ্জ সদর থানায় ৪ জন, কাজিপুর, কামারখন্দ ও বেলকুচি থানায় ৩ জন, সলঙ্গা ও এনায়েতপুর থানায় ২ জন গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের গেগ্রফতার করতে আমরা নিয়মিত অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছি। এক মাসে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে মাগুরার সেই শিশুটি

কেনার কথা বলে অস্ত্র ঠেকিয়ে ৮৫ লাখ টাকা দামের গাড়ি ছিনতাই

আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ নামলো ২০ বিলিয়নের নিচে

ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ঢাবিতে মশাল মিছিল

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

জুলাই-আগস্টের হত্যাকান্ড