টাঙ্গাইলে মোটরসাইকেলের ২ আরোহী গাড়ির ধাক্কায় নিহত

মফস্বল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কামাক্ষারমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রুবেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, বড় কোনো গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুজন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন।ওসি শেখ মোহাম্মদ রুবেল বলেন, মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।
আরও পড়ুনমন্তব্য করুন