গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইফতার মাহফিলে হামলা, কৃষকদলের আহবায়ক ও সদস্য সচিব আহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও এতিমদের সম্মানে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব আব্দুল ওয়াহাব লিটনের ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত নেতাদ্বয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গতকাল রোববার দুপুরে সংগঠনের সদস্য সচিব আব্দুল ওয়াহাব লিটন জানান, গত শনিবার বিকেলে উপজেলার শ্রীমুখ হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা কৃষক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল চলাকালে ইফতারের পূর্ব মূহুর্তে হঠাৎ উপজেলার শিবপুর ইউনিয়নের ফতুপাড়া গ্রামের আব্দুল মালেক মেম্বার, তার ভাই খোকন এবং মালেক মেম্বারের ছেলে নাইম সঙ্গীয় লোকজনসহ লাঠিসোটা নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল হালিম ও আমাকে মারপিট করে। পরে দলীয় কর্মী ও স্থানীয়দের সহায়তায় হাসাপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি।
আরও পড়ুনএ ব্যাপারে উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল হালিম বলেন, বিষয়টি উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জানানো হয়েছে। এছাড়াও এব্যাপারে উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌরসভার কৃষকদলের একটি সভা আহ্বান করা হয়েছে।
এদিকে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা তাতীদলের সদস্য নাফিউর রহমান খোকন বলেন, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। কৃষকদলের নেতৃবৃন্দ আওয়ামীলীগের সুবিধাভোগীদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করলে এবং স্থানীয় নেতাকর্মীদের দাওয়াত না করায় ক্ষুব্ধ হয়ে তারাই অনুষ্ঠান পন্ড করে দেয়। আমাদের জড়িয়ে এ ধরণের মিথ্যাসংবাদ পরিবেশনের তীব্র প্রতিবাদ করছি।
মন্তব্য করুন