ভিডিও মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির হুলে অব. সেনা সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির হুলে অব. সেনা সদস্যের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির হুলে ইউনুস আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। ইউনুস আলী ওই এলাকার নেছার শেখের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া।

জানা যায়, আজ সোমবার (১০ মার্চ) সকালে ইউনুস আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশে রসুনের জমিতে নিড়ানির কাজ করছিলেন। জমির সীমানা ঘেষে শিমুল গাছের ডালে মৌচাক ছিলো। হঠাৎ একটি পাখির হানায় চাক ভেঙে একঝাক মৌমাছি তার শরীরে পড়ে মৌমাছির আক্রমণে শিকার হন তিনি।

আরও পড়ুন

মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পেতে পাশেই পুকুরের পানিতে লাফিয়ে পড়েন তিনি। এসময় মৌমাছির অনাবরত হুলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পড়ে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে ওই ইউনিয়নের আনন্দ বাজার নামক স্থানে তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, সোমবার সকালে জমিতে কাজ করতে বড় ভাই মৌমাছির আক্রমনে আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তরাঞ্চলে বিক্ষোভ সমাবেশ

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ঘি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

জেল সুপারের মানবিকতায় পাবনা কারাগার থেকে নিজ দেশে ফিরে গেলেন নেপালী যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি ইটভাটার ৭ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

জয়পুরহাটের কালাইয়ে রাস্তা নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

বগুড়াসহ উত্তরাঞ্চলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন