দিনাজপুরের নবাবগঞ্জে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ পিচ নেশা জাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করেছে। গতকাল রোববার দুপুরে উপজেলা জয়পুর ইউনয়িনের উত্তর শাহাবাজ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মাদারপুর গ্রামের ফয়জার রহমানের ছেলে দবিরুল ইসলাম (৩২) ও উত্তর শাহাবাজপুর গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে কিশোর চন্দ্র সরকার (৩০)। নবাবগঞ্জ থানার এসআই এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত কিশোর চন্দ্র সরকারের বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয় কালে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুনএ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) স্বারণীর ২৯(ক) ধারার অপরাধে থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আজ সোমবার (১০ মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন