ভিডিও মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

বগুড়াসহ উত্তরাঞ্চলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

বগুড়াসহ উত্তরাঞ্চলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

করতোয়া ডেস্ক : “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি-বাঁচায় প্রাণ ক্ষায়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১০ মার্চ) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে র‌্যালী, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট (বগুড়া) : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালী, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

আজ সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।

ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম, সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক শরিফুল ইসলাম খোকন প্রমুখ।

বাগজানা (জয়পুুরহাট) :  পাঁচবিবিতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক যন্ত্রের প্রর্দশন ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে পাঁচবিবি উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, পাঁচবিবি ফায়ার ষ্টেশনের ইনচার্জ ফরিদ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রিপন আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, আল আমিন ফকির প্রমুখ।

আরও পড়ুন

দুপচাঁচিয়া (বগুড়া) : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আজ সোমবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামছুন্নাহার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দীন প্রমুখ। পরে দুর্যোগ প্রস্তুতি ও অগ্নি নির্বাপনের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়। এবং দুর্যোগ প্রস্তুতির বিষয়ে সকল দিক তুলে ধরে দিক নির্দেশনা প্রদান করা হয়।

ক্ষেতলাল (জয়পুরহাট) : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে আজ সোমবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মোঃ ওবায়দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্ত নিনামো, সেরাতুর ফেরদৌস প্রমুখ।

কাহালু (বগুড়া) : অগ্নিকান্ড সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার (১০ মার্চ) সকালে বগুড়া জেলার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীবের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দুর্যোগ বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.মাশরুবা আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার মো. শাহরিয়ার ছিদ্দিক, কাহালু উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. সবুজ হোসেন সহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে নারী শ্রমিককে চাপা দেওয়া ট্রাকচালক গ্রেফতার

ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তরাঞ্চলে বিক্ষোভ সমাবেশ

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ঘি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

জেল সুপারের মানবিকতায় পাবনা কারাগার থেকে নিজ দেশে ফিরে গেলেন নেপালী যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি ইটভাটার ৭ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

জয়পুরহাটের কালাইয়ে রাস্তা নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন