ভিডিও মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তরাঞ্চলে বিক্ষোভ সমাবেশ

ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তরাঞ্চলে বিক্ষোভ সমাবেশ। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণসহ দেশব্যাপি নারী ও শিশু ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বগুড়ার বিভিন্ন উপজেলাসহ আশে-পাশের জেলাগুলোতে ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, ধর্ষকের প্রতীকী ফাঁসি ও সমাবেশ করেছে।

করতোয়ার প্রতিনিধিদের পাঠানো তথ্যে নিয়ে ডেস্ক রিপোর্ট করা হয়েছে।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনটে কলেজ ছাত্রদলের আয়োজনে এবং উপজেলা ও পৌর ছাত্রদলের সার্বিক সহযোগিতায় দেশব্যাপি নারীদের রিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় ধুনট সরকারি ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, রাসেল মাহমুদ, একে মিনু, মাসুদ রানা, রবিউল ইসলাম রতন, আসাদুল ইসলাম আসাদ, মিথুন ইসলাম, আতিকুর রহমান আতিক, হাসান মাহমুদ অপূর্ব, ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা মিলন মিয়া, শাকির হোসেন, আমিনুল ইসলাম মিশন, আরাফত হোসেন, ওমর ফারুক, বোরহান শেখ, রোহান, হেলাল উদ্দিন, শাওয়ান আহম্মেদ, মনির প্রমুখ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন করেছে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় শেরপুর সরকারি কলেজের সামনে ছাত্র নেতা আহসান আরমানের নেতৃত্বে শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জাকারিয়া হোসেন বাকি, সৈকত হাসান, শাহাদত হোসেন, ফরিদুল ইসলাম, কে এম ফজলে রাব্বি, অন্তর, মহন্ত, নাফি সরকার, রিফাত প্রমুখ।

আরও পড়ুন

অন্যদিকে, একই দাবিতে দুপুর ১২টায় স্থানীয় বাসস্ট্যান্ডে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী এবং জনতা বিক্ষোভ ও মানবন্ধন করেছে। এ সময় উপস্থিত ছিলেন সাদিকুর রহমান অয়ন, আরাফাত রহমান, মুন্তাসির মারুফ রিয়াদ, অনিক খান, শেখ মাশফিকা রহমান শোয়ানী, শাইরিন রিদা প্রমুখ।

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুল করিম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আবু শাহিন, মাহদী হাসান তমাল, ছাত্রদল নেতা আল আমিন, সাকিব রহমান, আল রাহী, সাদ্দাম হোসেন বাঘ, মীর তাইফ, মোস্তফা কামাল, শাহান, মোস্তাফিজ, আব্দুর রউফ, বায়েজিদ, মিজু মিয়া, মামুন, সাগর প্রমুখ।

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে পাঁচমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আল আমিন ফকির, ছাত্র প্রতিনিধি আজিজুল হক তপু, নাহিদ হোসেন, ফারজানা, গুলশান আরা গালিন, নারী উদ্যোক্তা হীরা ও ইব্রাহিম প্রমুখ।  শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেন।

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় শহরের শহীদ ডাঃ  আবুল কাশেম ময়দানে তারা ফাঁসির মুক্ত মঞ্চ নির্মাণ করে সেখানে ধর্ষকের প্রতীকী ফাঁসির রায় কার্যকর করা হয়। বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশীর আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন, সংগঠক ফাহিম ফয়সাল রাফি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে নারী শ্রমিককে চাপা দেওয়া ট্রাকচালক গ্রেফতার

ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তরাঞ্চলে বিক্ষোভ সমাবেশ

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ঘি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

জেল সুপারের মানবিকতায় পাবনা কারাগার থেকে নিজ দেশে ফিরে গেলেন নেপালী যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি ইটভাটার ৭ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

জয়পুরহাটের কালাইয়ে রাস্তা নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন