ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

ইফতারে যোগ দেওয়ায় থালাপতি বিজয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

ইফতারে যোগ দেওয়ায় থালাপতি বিজয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় অভিনেতার  পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদ। তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) দলের প্রধান তিনি। এ কারণে বিভিন্ন সময় সামাজিকতা রক্ষার জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সঙ্গে মিশতে হয় তাকে। সেই ধারাবাহিকতায় কয়েকদিন আগেই ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান উপলক্ষ্যে এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন এই অভিনেতা।

থালাপতি বিজয়ের ইফতার অনুষ্ঠানে অংশ নেয়ার ছবি ও ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাক ও টুপি পরিহিত অবস্থায় আছেন তিনি। বিষয়টি নিয়ে সম্প্রীতির প্রশংসায় ভাসলেও এর পেছনে রাজনৈতিক কৌশল রয়েছে বলে মনে করছেন অনেকেই। ফলে এ নিয়ে সমালোচনা ও চর্চার কমতি হয়নি। এবার সেই ইফতারে যোগ দেওয়াকে কেন্দ্র করেই থানায় অভিযোগ দায়ের হলো অভিনেতা থালাপতি বিজয়ের বিরুদ্ধে। গত ৭ মার্চ সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে দক্ষিণী এই তারকার আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সিনেমা ইন্ডাস্ট্রির কিছু পরিচিত মুখ অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন

আবার চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামও আমন্ত্রিত ছিলেন ইফতারে। সবমিলে প্রায় তিন হাজার মানুষ অংশ নিয়েছিলেন ইফতার অনুষ্ঠানে। এতে অংশ নিয়ে ইফতারের আগে মোনাজাত করতে দেখা গেছে থালাপতি বিজয়কে। আর তার এই কর্মকাণ্ড ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলল তামিলনাড়ুর সুন্নাত এ জামাত নামের একটি সংগঠন। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সংগঠনটির দাবি-থালাপতি বিজয় যা করেছেন তা মুসলিম সম্প্রদায়কে অপমান করেছে। ইফতারের মতো এমন ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নন, এমন অনেকেই সেখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে কিছু উচ্ছৃঙ্খল ও মাতাল মানুষদের আমন্ত্রণ জানিয়ে ইফতার করিয়েছেন তিনি। আর ইফতার অনুষ্ঠানে এমন বক্তব্য দেয়া হয়েছিল, যা মুসলিমদের প্রতি অবমাননাকর ও আপত্তিকর ছিল।

এ ঘটনায় এরইমধ্যে এই অভিযোগ নিয়ে চেন্নাই থানার দ্বারস্থ হয়েছে সুন্নাত এ জামাত নামের সংগঠনটি। অভিনেতার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রচারণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে সংগঠিত এমন অনুষ্ঠান নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ওপর আঘাত হানে। এ ঘটনার জন্য থালাপতি বিজয়কে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চাওয়ার জন্যও বলা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় জানানো হয়েছে, সংগঠনটির অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে তদন্ত করা হবে। তারপরই আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান