ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি আশ্রয়ন প্রকল্পের পুকুরে জোর করে মাছ চাষ

বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি আশ্রয়ন প্রকল্পের পুকুরে জোর করে মাছ চাষ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে আশ্রয়ন প্রকল্পের সরকারি পুকুরে জোর করে মাছ চাষের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কামাল মন্ডল ও জয়নাল মন্ডলের বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল সোমবার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের চর শোনপঁচা গ্রামে একটি সরকারি আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। আশ্রয়ন প্রকল্পটি নির্মাণের সময় সরকারি পয়স্তি জমি অধিগ্রহণ করে সেখান থেকে মাটি উত্তোলন করা হয়। ফলে অধিগ্রহণকৃত জমিতে বিশালাকার পুকুরের সৃষ্টি হয়।

সরকারি নিয়ম অনুযায়ী উক্ত পুকুরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা সম্মিলিতভাবে মাছ ছাষ করতে পারবেন এবং মাছ শিকার করতে পারবেন। কিন্তু সরকারি নিয়ম তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালী একই গ্রামের মৃত রহমত মন্ডলের ছেলে কামাল মন্ডল এবং জয়নাল মন্ডল জোরপূর্বক মাছ চাষ করে আসছেন। এছাড়াও উক্ত পুকুরে গোসল বা জরুরি প্রয়োজনে আশ্রয়ন বাসীদের নামতে জোরপূর্বক বাধা প্রদান করেন স্থানীয় এসব প্রভাবশালীরা।

আরও পড়ুন

তাই আশ্রয়নবাসীরা নিরুপায় হয়ে পুকুরটি প্রভাবশালীদের নিকট থেকে দখলমুক্ত করে আশ্রয়নবাসীদের জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে প্রশাসনের সহযোগিতা চান। আশ্রয়ন বাসীদের মধ্যে আব্দুস সালাম বলেন, আমাদের গ্রামের সকলের জন্য বরাদ্দকৃত পুকুরের মাছ প্রভাবশালীরা জোরপূর্বক ধরে নিয়ে যায়। আমাদের বা গরু ছাগলকে পুকুরে গোসল করতেও তারা নামতে দেয় না। এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ক্ষমতা দেখাতো, এখন আবার বিএনপির সময় বিএনপির ক্ষমতা দেখাচ্ছে।

অভিযুক্ত কামাল মন্ডল বলেন, জমিগুলো আমাদের পৈত্রিক সম্পত্তি। আমাদের পৈত্রিক সম্পত্তিতে আমরা মাছচাষ করছি। অভিযোগটি শত্রুতা করে করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ আমরা হাতে পেয়েছি। অভিযোগটির তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুকুরটি খাসজমিতে হলে তা আশ্রয়নবাসীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান