ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

‘দাগি’র টিজারে চমক নিয়ে হাজির আফরান নিশো

‘দাগি’র টিজারে চমক নিয়ে হাজির আফরান নিশো, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আবারও বড় একটি চমক নিয়ে হাজির আফরান নিশো। সুড়ঙ্গ দিয়ে বাজিমাত করার পর এবার ‘দাগি’ রূপের বড় পর্দায় দেখা গেল নিশোকে। মঙ্গলবার দুপুরে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমার এক মিনিটের টিজার প্রকাশের পরে ব্যাপক মাত্রায় উচ্ছ্বাস দেখা গেছে সিনেমাপ্রেমিদের মাঝে। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল ফিতরে বড় চমক দেখাতে যাচ্ছে সুড়ঙ্গ জুটি নিশো-তমার ‘দাগি’।

প্রকাশিত টিজারে আফরান নিশোকে দেখা গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তাকে দেখা যায় লম্বা চুলে, মাঝখানে স্বাভাবিক চেহারায় এবং একেবারে শেষে তিনি হাজির হন ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে। টিজারে আরও দেখা গেছে, অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল এবং শহীদুজ্জামান সেলিমকে।

এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। পরিচালক বলেন, ‘দর্শকরা টিজারটি পছন্দ করছেন, যা আমাদের জন্য আনন্দের বিষয়। এটি কেবলমাত্র প্রথম ঝলক, সামনে আরও অনেক চমক অপেক্ষা করছে।’

আরও পড়ুন

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো সিনেমার কিছু দৃশ্য দেখল এবং আমরা দারুণ সাড়া পাচ্ছি। তবে প্রকৃত আনন্দ তখনই আসবে, যখন দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখে প্রশংসা করবে।’

‘সুড়ঙ্গ’-এরপর দ্বিতীয় সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন আফরান নিশো। নতুন সিনেমার ঝলক প্রকাশের পর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার সামান্য ইঙ্গিত দিয়েছে। এই সিনেমার প্রতিটি ফ্রেমেই গভীর অর্থ রয়েছে।’ ‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ আরও অনেকে। সিনেমাটিকে বলা হচ্ছে মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প। নির্মাতার দাবি, এ ধরনের কাহিনি বাংলাদেশের দর্শক আগে কখনো দেখেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ঘুমন্ত রোজাদার গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা

ঈদে নাটকে ও মিউজিক ভিডিওতে মাতাবেন অলংকার চৌধুরী

নাটোরে গণমাধ্যমকর্মীদের ওপর বরখাস্তকৃত এসপি’র হামলার ঘটনায় থানায় অভিযোগ

লালমনিরহাটে মুক্তিপণ না পেয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা

বগুড়ার শিবগঞ্জে মেসার্স আয়েশা ব্রিকস ভেঙ্গে দেওয়া হয়েছে

বরগুনায় একই রাতে জোড়া খুন