করতোয়ায় চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে নদীর তীর ভেঙে ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে নিঃস্ব হচ্ছে নদীর তীরবর্তী বহু পরিবার। অভিযোগ জানিয়েও মিলছে না প্রতিকার। প্রশাসন বলছে, অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য অভিযান চলছে।
আজ বুধবার (১২ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ, কুলানন্দপুর ও কৃষ্ণরামপুর গ্রামসহ নদীর তীরবর্তী এলাকা গুলোতে প্রভাবশালী ব্যক্তিরা আইনের তোয়াক্কা না করে বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। অপরদিকে, ঘোড়াঘাট পৌরসভার ১ নং ওয়ার্ডের চাম্পাতলী ও ৪ নং ওয়ার্ড ঘাটপাড়া এলাকায় বালুর চর কেটে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তীরবর্তী এলাকা ধসে পড়া, হুমকির মুখে আবাদি জমি এবং রাস্তা নষ্ট সহ পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে।
মাটি খনন ও বালু উত্তোলনের নিয়ম অনুযায়ী, নদী থেকে বালু উত্তোলনের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া আবশ্যক। কিন্তু এসব নিয়মকে অমান্য করে প্রতিদিন শত শত ট্রাক ভর্তি বালু বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে বালু উত্তোলন করলে বর্ষাকালীন সময়ে এই গ্রামগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধে প্রশাসনের তৎপরতা প্রয়োজন। যদিও মাঝে মাঝে অভিযান চালানো হয় কিন্তু তা পর্যাপ্ত নয়। অনেকটা লোক দেখানো অভিযান বলা চলে। অনেক সময় প্রভাবশালী মহল প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে এরকম অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, বালু উত্তোলনের বিষয়টি সত্য এবং আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করছি। তবে সমস্যা হলো আমরা তাদের বালু পয়েন্টে পৌঁছার আগেই তাদের কাছে খবর চলে যায় এবং তারা পালিয়ে যায়। তবে এ কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন