ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বগুড়ার ধুনটে ঘুমন্ত রোজাদার গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা

বগুড়ার ধুনটে ঘুমন্ত রোজাদার গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে ধর্ষণচেষ্টাসহ একাধিক মামলার আসামি খায়রুল সরকার (৩৬) নামে এক মাদককারবারি কারামুক্ত হয়ে ফের ঘুমন্ত রোজাদার গার্মেন্টস কর্মীকে (১৭) ধর্ষণের চেষ্টা করেছে। আজ বুধবার (১২ মার্চ) সকাল সোয়া ৫টার দিকে উপজেলার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরের পর ভুক্তভোগী ওই গার্মেন্টস কর্মীর মা বাদি হয়ে খায়রুল সরকারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। খায়রুল সরকার উপজেলার মাঠপাড়া গ্রামের কমর উদ্দিন সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাবা প্রায় ১১ বছর আগে মারা গেছেন। মাকে নিয়ে অভাব অনটনের সংসার তার। মেয়েটির মা কৃষি শ্রমিকের কাজ করেন। আর ভুক্তভোগী মেয়েটি ঢাকায় একটি পোশক কারখানায় চাকরি করেন। শরীরিক অসুস্থতার কারণে কয়েকদিন আগে মেয়েটি পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। আজ বুধবার (১২ মার্চ) সকাল ৫টায় মেয়েটির মা আলু তোলার কাজে ফসলের মাঠে যান। মেয়েটি ঘরে ঘুমিয়ে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী খায়রুল সরকার ঘরে ঢুকে ঘুমন্ত ওই গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে সে সটকে পড়ে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি খায়রুল সরকারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ মার্চ রাতে একই গ্রামে চেতনানাশক পদার্থ মিশ্রিত চানাচুর, বিস্কুট ও জুস খাইয়ে বৃদ্ধা নানীকে অচেতন করে তার স্কুলপড়ুয়া নাতনিকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি খায়রুল সরকার। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ধর্ষণচেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। প্রায় এক মাস আগে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে এসে গার্মেন্টস কর্মীকে ফের ধর্ষণের চেষ্টা চালায় । 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক সংকটে পাকিস্তান ক্রিকেট বোর্ড; ক্রিকেটারদের ম্যাচ ফি কর্তন  

টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্য ভুলে যেতে চান কেট

তিন দশকে প্রথমবার কাজল

রোজা নিয়ে গল্পের নাটকে তানিন সুবহা

ডেভিস কাপ জুনিয়র টেনিসে কোয়ার্টারে বাংলাদেশ

দিনাজপুরে মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার