পঞ্চগড়ের দেবীগঞ্জে ফার্মেসির ভেতর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে ফার্মেসির ভেতর থেকে শ্যামল সেন (৪০) নামে এক ব্যবসায়ীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট বাজারে অবস্থিত ‘মেসার্স বর্ণ ফার্মেসি’ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্যামল সেন একই ইউনিয়নের বিনয়পুর সেনপাড়া গ্রামের খগেন সেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে শ্যামল সেন বাড়ি থেকে খগেরহাটে নিজস্ব ফার্মেসির দোকানে আসেন। রাত ৮টার দিকে তার প্রতিবেশী দিনো সেন একাধিকবার তার মোবাইলে কল দেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে বাড়িতে গিয়ে সেখানেও না পেয়ে রাত ১০টার দিকে তিনি শ্যামল সেনের দোকানে যান এবং শাটার বন্ধ দেখতে পান। এরপর আবার ফোন দিলে দোকানের ভেতর থেকে রিংটোন বাজতে শোনা যায়। সন্দেহ হলে শাটার তুলে ভেতরে শ্যামল সেনকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন। তার চিৎকার ও ডাকাডাকিতে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনএবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, শ্যামল সেন নামে এক ফার্মেসি ব্যবসায়ীর গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছিলো। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন