ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

সংগৃহিত,বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে প্রতিবন্ধী নারী (২৮) এর ধর্ষনে অভিযুক্ত আসামি হাসান আলী (৩৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত হাসান আলী বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের আব্দুল হাকিমের ছেলে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে বগুড়া শহরের শাকপালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম। তিনি আরও জানান, ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই  শাকপালা এলাকায় বোনের বাড়িতে আত্মগোপন করে ধর্ষক হাসান আলী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর দক্ষিণ পাড়া গ্রামে আপন খালুর দ্বারা ধর্ষণের শিকার হন শারিরীক প্রতিবন্ধী এক নারী। 

আরও পড়ুন

স্থানীয়রা জানিয়েছেন, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতো। গত মঙ্গল বার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু হাসান (৩৫)। এ সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ধর্ষিতা ওই প্রতিবন্ধী নারী।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা রেকর্ডের ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ নজর বা খারাপ দৃষ্টি থেকে বাঁচার দোয়া

সহকারী শিক্ষক নিয়োগ দিবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

  আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে বাংলাদেশের ভারত সফর

সারা দেশে যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮৩

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু