ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

দুর্নীতির দায়ে অ আওয়ামী লীগ নেতার ১১বছরের জেল জরিমানা

দুর্নীতির দায়ে অ আওয়ামী লীগ নেতার ১১বছরের জেল জরিমানা

নিউজ ডেস্ক:     নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আহমেদ হোসেন সোহাগ নামে এক আওয়ামী লীগ নেতাকে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এহসান তারেক ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আহমেদ হোসেন সোহাগ চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাল্লা বাজার এলাকার ধন্যপুর গ্রামের মরহুম রুস্তম আলীর মাস্টারের ছেলে। তিনি চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক জনসংখ্যা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি দেশের বাইরে পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলা আওয়ামী লীগের নেতা আহমেদ হোসেন সোহাগ ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই দফায় মোট ছয় বছর চাটখিল উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন

পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার নামে দুদক মামলা করে। অভিযোগের সত্যতা পাওয়ায় তার ১১ বছর জেল ও ৩১ লাখ টাকা জরিমানা করেন আদালত। একই সঙ্গে মামলা চলাকালীন তার সম্পত্তির মালিকানা হস্তান্তর অবৈধ ঘোষণা করেন। তিনি ৫ আগস্টের পর মামলার রায় হবে টের পেয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যান।


নোয়াখালী স্পেশাল জজ আদালতের দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস বলেন, আদালত ঋণের টাকার তছরুপ ও নয়ছয়ের সব অভিযোগের সত্যতা পেয়ে ১১ বছরের জেল ও ৩১ লাখ টাকা জরিমানা করেছেন। তিনি সব সময় আদালতে উপস্থিত থাকতেন। কিন্তু রায় হওয়ার সম্ভাবনার বিষয় জানতে পেরে দেশের বাইরে পালিয়ে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ নজর বা খারাপ দৃষ্টি থেকে বাঁচার দোয়া

সহকারী শিক্ষক নিয়োগ দিবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

  আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে বাংলাদেশের ভারত সফর

সারা দেশে যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮৩

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু