ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

 নারায়ণগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত পলাতক

 নারায়ণগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত পলাতক

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী বাগবাড়ি এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম ওরফে মন্টু (৫৫) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ওই অভিযুক্ত পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ ) রাত পৌনে দুইটার দিকে ওই শিশুকে অসুস্থ অবস্থায় আনা হলে শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শনিবার তার ফরেনসিক পরীক্ষার কথা হয়েছে।

শিশুটির বাবা বলেন, তাঁদের বাসা রূপসী বাগবাড়ি এলাকায়। তিনি দিনমজুর। শিশুটির মা একটি কারখানায় কাজ করেন। তাদের বাসার পাশেই একটি মুদিখানা রয়েছে। ওই মুদি দোকানদারের নাম ইব্রাহিম (৫৫)। গতকাল দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে যায় শিশুটি। তখন ওই মুদি দোকানদার তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

তিনি আরও বলেন, বিকেলে বাসায় আসলে শিশুটি সবকিছু খুলে বলে। পরে দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তখন আমরা রূপগঞ্জ থানায় যাই। থানার মাধ্যমে রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

আরও পড়ুন


রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, রাতে ওই শিশুটিকে স্বজনেরা থানায় নিয়ে আসে। শারীরিক পরীক্ষার জন্য তাৎক্ষণিক আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমান শিশুটি হাসপাতালে ওসিসিতে ভর্তি আছে। মামলা প্রক্রিয়াধীন। আসামি পলাতক, তাঁকে ধরার চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন বলেন, গতরাতে রূপগঞ্জের শিশুটি ভর্তি হয়েছে। শিশুটি সুস্থ আছে। আগামীকাল শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ নজর বা খারাপ দৃষ্টি থেকে বাঁচার দোয়া

সহকারী শিক্ষক নিয়োগ দিবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

  আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে বাংলাদেশের ভারত সফর

সারা দেশে যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮৩

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু