পুতিনের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের
_original_1742016746.jpg)
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেছেন। ওই বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে, শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছে।
ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধ শেষ পর্যন্ত থামবে বলে মনে হচ্ছে।’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের জীবন রক্ষা করা হবে। অন্যথায়, কুরস্কের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ঘেরাটোপের মধ্যে আটকে পড়া সেনাদের নির্মম পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেয় ক্রেমলিন।
পুতিন বলেন, ‘আমরা বুঝতে পারছি, প্রেসিডেন্ট ট্রাম্প মানবিক বিবেচনায় আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন। যদি ইউক্রেনীয় সেনারা অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করে, তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এই প্রক্রিয়া কার্যকর করতে ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা প্রয়োজন।’ অন্যদিকে, ইউক্রেন বলছে, কুরস্ক অঞ্চলে সেনাদের অবরুদ্ধ হওয়ার দাবি রাশিয়ার মিথ্যা প্রচারণা। তাদের সেনারা সংগঠিতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অবরোধের কোনো প্রশ্নই ওঠে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় আশার আলো দেখা যাচ্ছে। যদিও, পরিস্থিতি জটিল এবং এখনো অনেক কাজ বাকি বলেও স্বীকার করেন তিনি।
মন্তব্য করুন