ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

গাজায় গণহত্যা ও যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

গাজায় গণহত্যা ও যৌন সহিংসতার প্রমাণ মিলেছে, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নারীর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালিয়েছে এবং যৌন সহিংসতাকে যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহার করেছে ইসরাইল। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের বিশেষজ্ঞরা এসব অভিযোগ করেছেন।

এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল গাজায় ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা আংশিকভাবে ধ্বংস করেছে এবং জন্মনিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, যা রোম সংবিধি ও গণহত্যা কনভেনশনে গণহত্যার একটি বিভাগ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন, এটি পক্ষপাতদুষ্ট ও ইহুদিবিরোধী। তিনি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসী সংগঠন হামাসের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে জাতিসংঘ আবারও মিথ্যা অভিযোগ দিয়ে ইসরাইল রাষ্ট্রকে আক্রমণ করেছে। 

জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন বলেছে, ইসরাইলি কর্তৃপক্ষ গাজায় ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা আংশিকভাবে ধ্বংস করেছে। এর মধ্যে রয়েছে জন্মনিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চাপিয়ে দেওয়া, যা গণহত্যার একটি শর্ত। কমিশন বলেছে, চিকিৎসা সরবরাহে বাধার কারণে মাতৃমৃত্যুর হার বেড়ে যাওয়াও মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরাইলে হামলার পর ইসরাইলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের শাস্তি দেওয়ার জন্য বাধ্যতামূলক প্রকাশ্য নগ্নতা ও যৌন সহিংসতাকে তাদের আদর্শ কার্যপদ্ধতি হিসেবে ব্যবহার করেছে। 

আরও পড়ুন

ইসরাইল এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। জেনেভায় জাতিসংঘে ইসরাইলের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নির্দিষ্ট নির্দেশিকা ও নীতি রয়েছে, যা এই ধরনের অপকর্মকে স্পষ্টভাবে নিষিদ্ধ করে। তারা আরও বলেছে যে, তাদের পর্যালোচনা প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। 

চলতি সপ্তাহে জেনেভায় কমিশন কর্তৃক আয়োজিত একাধিক শুনানির সময়, গাজার একজন নার্স ইসরাইলি বাহিনী তাকে অপহরণ করার পর তাকে প্রকাশ্যে অন্তর্বাস খুলে ফেলতে বাধ্য করার অভিযোগ করেছে । বন্দি অবস্থায় তাকে যৌন নিপীড়ন ও অত্যাচার করা হয়েছে বলে জানান তিনি। তবে ইসরাইল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। খবর : রয়টার্স 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রংপুরের তারাগঞ্জে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক জেলহাজতে

নৈতিকতার চরম অবক্ষয় ধর্ষণ

দিনাজপুরে বউবাজারে ঈদের কেনাকাটায় নারী ক্রেতাদের উপচেপড়া ভিড়

সিরাজগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

দিনাজপুরের বোচাগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু