ভিডিও রবিবার, ১৬ মার্চ ২০২৫

দিনাজপুরের বিরামপুর সরকারি খাদ্যগুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন

দিনাজপুরের বিরামপুর সরকারি খাদ্যগুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : শস্য ভাণ্ডারখ্যাত দিনাজপুরের খাদ্য উদ্বৃত্ত বিরামপুর উপজেলার সরকারি খাদ্য গুদামে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। চাল সংগ্রহের শেষদিন আজ শনিবার (১৫ মার্চ) উপজেলা খাদ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে ৪৭ টাকা কেজি দরে ১ হাজার ৬৮৬ মে.টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ২৬৭ মে.টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ চাল সরবরাহের জন্য উপজেলার ৪১টি চাল কল মালিকের সাথে খাদ্য বিভাগ চুক্তি সম্পাদন করে। এর মধ্যে রয়েছে অটো রাইস মিল ৩টি, হাসকিং মিল ৩৫টি এবং আতপ মিল ৩টি।

সরকারি সংগ্রহ মূল্যের চেয়ে বাজার দর বেশি হওয়ায় শুরুতে চাল সংগ্রহে অনিশ্চতা দেখা দিলে উপজেলা খাদ্য বিভাগ চাল কল মালিকদের সাথে দফায় দফায় বৈঠক করে চাল কল মালিকদের সম্মতিতে শতভাগ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। পক্ষান্তরে সরকারি মূল্য ৩৩ টাকা কেজি দরের চেয়ে স্থানীয় বাজারে ধানের মূল্য বেশি পাওয়ায় কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ করেনি। ফলে ১ হাজার ১৯৮ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ১ মে.টন।

আরও পড়ুন

বিরামপুর (চরকাই) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার বলেন, সংগ্রহ মৌসুমের শুরুতে চাল সংগ্রহ অনিশ্চয়তার মধ্যে পড়ে। তবে চাল কল মালিকদের অনেক বুঝিয়ে সংগ্রহ অভিযান সফল করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ বলেন, বাজারমূল্য বেশি হওয়া সত্বেও চাল কল মালিকরা চুক্তি অনুযায়ী সরকারি গুদামে শতভাগ চাল সরবরাহ করেছেন। ফলে বিরামপুর উপজেলায় চাল সংগ্রহ সফল হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সংস্কার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনা সেই সংস্কার চাইনা - জাহাঙ্গীর আলম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

বগুড়ার কাহালুতে ৫ ও ৭ বছরে দুই শিশু ধর্ষণের শিকার

সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব সমাজের ৫ টাকায় ইফতার সামগ্রী বিক্রি

ধর্ষণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করুন

দেশকে স্থিতিশীল করতে ইসলামি শাসন প্রয়োজন - অধ্যক্ষ শাহাবুদ্দিন