গোল হজমে গার্দিওলার নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : আবারও হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল। ফলে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে ওঠার সুযোগ হারাল সিটিজেনরা। শনিবার রাতে এই ড্রয়ের ফলে ২৯ ম্যাচে সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৮। তারা এখন পাঁচ নম্বরে। চারে থাকা চেলসির চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে গার্দিওলার দল। অন্যদিকে, সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ব্রাইটন। ম্যাচটি জিততে পারলে তালিকার আরও ওপরে উঠতে পারতো সিটি।
ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি গার্দিওলার জন্য আরও বিব্রতকর এক রেকর্ড নিয়ে এসেছে। চলতি মৌসুমে সিটি এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে, যা প্রিমিয়ার লিগে গার্দিওলার অধীনে এক মৌসুমে সর্বোচ্চ। ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন আরলিং হালান্ড। এটি তার চলতি মৌসুমের ২১তম ও প্রিমিয়ার লিগে ১০০তম গোল-মাত্র ৯৪ ম্যাচেই মাইলফলক স্পর্শ করেছেন নরওয়েজিয়ান এই তারকা, যা নতুন রেকর্ড। এর আগে দ্রুততম শত গোলের রেকর্ড ছিল অ্যালান শিয়েরারের (১০০ ম্যাচ) দখলে।
আরও পড়ুন২১ মিনিটে ব্রাইটনের হয়ে সমতা ফেরান এস্তুপিনান। ৩৯তম মিনিটে ওমার মারমোসের গোলে সিটি আবারও এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেদের ডিফেন্ডার খুশানভ আত্মঘাতী গোল করলে আবারও সমতা ফেরায় ব্রাইটন। শেষ পর্যন্ত সমতায়ই শেষ হয় ম্যাচ।
মন্তব্য করুন