ভিডিও রবিবার, ১৬ মার্চ ২০২৫

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা, শঙ্কায় যুদ্ধবিরতি

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা, শঙ্কায় যুদ্ধবিরতি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে উভয় দেশই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৬ মার্চ) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর ফলে দুই দেশের মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল তা অনিশ্চিত হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ওয়াশিংটনের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তিনি মানবেন। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তার বাহিনী হামলা চালিয়ে যাবে। এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়া অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটানোর দ্বারপ্রান্তে রয়েছে মস্কো। 

আরও পড়ুন

রোববার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাদের আকাশ প্রতিরক্ষাবাহিনী রুশ সীমানার মধ্যে থাকা ৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। টেলিগ্রাম বার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনগুলোর মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য ভোরোনেজে ১৬টি, বেলগ্রোড অঞ্চলে ৯টি এবং অন্যগুলো রসটভ এবং কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। বেলগ্রোড অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় তিন জন আহত হয়েছে। এদের মধ্যে ৭ বছরের এক শিশু রয়েছে। ওই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাডকভ এ তথ্য জানিয়েছেন। খবর : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রতিদিন ২৮, আর বগুড়ায় একজন করে আত্মহত্যা করে

নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আটক ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে জনতার হাতে পিকআপ ভর্তি চাল আটক

এসএসসি পরীক্ষা চলাকালে বন্ধ থাকবে সব কোচিং সেন্টার 

বগুডার শেরপুর অত্যাধুনিক বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

এসএসসি পরীক্ষার্থী কমেছে এক লাখ, বসছে ১৯ লাখ ২৮ হাজার