ভিডিও রবিবার, ১৬ মার্চ ২০২৫

৮ হাজার ১৬ প্রকারের ফুলগাছের চারা রোপণ

নান্দনিক সৌন্দর্য ও মুগ্ধতা ছড়াচ্ছে পুরো নাটোর শহর

নান্দনিক সৌন্দর্য ও মুগ্ধতা ছড়াচ্ছে পুরো নাটোর শহর। ছবি: দৈনিক করতোয়া

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের সৌন্দর্য বর্ধনে কালো পিচঢালা সড়কের আইল্যান্ডসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিঁটিয়ে ১৬ প্রকারের বিভিন্ন রঙ-বেরঙের প্রায় ৮ হাজার ফুল গাছের চারা রোপণ করেছে পৌরসভা। এছাড়া সড়ক বিভাগ থেকেও সৌন্দর্য বাড়াতে ঋতুভেদে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। ফলে এসব ফুল গাছে সৌন্দর্যের পাশাপাশি মুগ্ধতা ছড়াচ্ছে পুরো শহরে।

সড়কের বিভাজনে এ ফুল নজর কাড়ছে সবার। নান্দনিক সৌন্দর্যে প্রতিনিয়ত মুগ্ধ করছে এসব সড়ক দিয়ে চলাচলকারী মানুষদের। ছড়াচ্ছে অন্যরকম এক ভালবাসার ছোঁয়া। এছাড়া ময়লা-আবর্জনা, পয়ঃনিষ্কাশন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চলমান রয়েছে অভিযান।

নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, নাটোর শহরের মাঝ দিয়ে যাওয়া প্রশস্তকরণ সড়ক আইল্যান্ডসহ বিভিন্ন চত্বর, কর্নার ও হরিশপুর বাইপাস থেকে বনবেলকরিয়া বাইপাস পর্যন্ত  এবং মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর থেকে উত্তরা গণভবন পর্যন্ত সড়কের মাঝ দিয়ে এসব ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি নিয়মিতভাবে পৌরসভার উদ্যোগে পানি দেওয়াসহ গাছ পরিচর্যা কাজ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, হাসনা-হেনা, জবা, চন্দ্রমল্লিকা, গন্ধরাজ,  ডালিয়া, রঙ্গন, গাদা, কসমস, কুইন সুপ, পুর্তুলিকা, সালভিয়া, ডায়ানথাস, ক্যালেন্ডুলা,সাইলোছিয়াসহ ১৬ প্রজাতির  ৮ হাজার ১৭ টি ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। এবারই প্রথম এমন উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতেও এমন উদ্যোগ নেয়া হবে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে-পরিপক্ক ফুল গাছগুলো চুরি হয়ে যাচ্ছে। অনেকে ফুল ছিড়ে ফেলছে।

আরও পড়ুন

নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: কামরুল হাসান সরকার জানান, শহরের বড়হরিশপুর থেকে বনবেলঘড়িয়া বাইপাস এবং মাদরাসা মোড় থেকে উত্তরা গণভবন পর্যন্ত শহর প্রশস্তকরণ সড়কের সৌন্দর্য বাড়াতে ঋতুভেদে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। স্থানীয় ব্যবসায়ী সেকেন্দার আলী জানান, সড়ক বিভাগ ও পৌর সভার পাশাপাশি তারাও নিজেদের উদ্যোগে কিছু কিছু বিভিন্ন ফুলগাছের চারা লাগিয়েছেন এবং পরিচর্যা করেন।

তিনি বলেন, সৌন্দর্য লাগাটা সবারই পছন্দ। তাই সবাই মিলে এ কাজে এগিয়ে এলে প্রিয় শহরটা অনেক সুন্দর হতো। শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী বলেন, মাদরাসা মোড় স্বাধীনতা চত্বর থেকে উত্তরা গণভবন পর্যন্ত সড়কের মাঝখানে লাগানো হরেক রকম ফুল গাছে ফুল ফোটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এতে তাদের বেশ মজা হয়। তার দাবি-প্রাচীনতম নাটোর শহরকে সুন্দর করতে রাজশাহী সিটি কর্পোরেশনের মত পরিকল্পনা নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে একাধিক মাদক মামলার আসামিসহ দুইজন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে সাংবাদিকের হাত-পা ভেঙে দিল সন্ত্রাসীরা

রমজানে লাইজলের বিশেষ উদ্যোগ: তৃতীয়বারের মতো শুরু হলো ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’

গাইবান্ধার সাঘাটায় রেকড পরিমাণ ভুট্টা চাষ আর্থিক লাভবানের স্বপ্ন কৃষকের

৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির স্মার্টফোনের ভিভো ভি৫০ ফাইভজি